বিসিবির বিদায়ী সম্মাননা পেয়ে যা বললেন তামিম
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৯
ততক্ষণে থেমে এসেছে ফরচুন বরিশালকে টানা দ্বিতীয় বিপিএল শিরোপা জয়ের উল্লাস। পুরস্কার বিতরণীর মঞ্চ সাজানো শেষ। সঞ্চালক ও ধারাভাষ্যকার মাজহার উদ্দিন অমি আলাদা করে ডেকে নিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে সম্মান জানাতেই বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী শুরু হওয়ার আগে তামিমের হাতে বিসিবি তুলে দিল বিশেষ সম্মাননা স্মারক। সেই স্মারক গ্রহণের পর তামিম মাইক্রোফোন হাতে নিয়ে বললেন নিজের গল্প।
শুরুতেই সেই শৈশবের স্মৃতিচারণ করে তামিম বলেন, ‘আমার জন্য দুর্দান্ত এক পথচলা ছিল। ১৭ বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা বিশেষ কিছু। আমি খুব ছোটে থেকেই এই স্বপ্ন দেখতাম। আমার চাচা (আকরাম খান) বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। তার অধীনে যখন বাংলাদেশ যখন আইসিসি ট্রফি জিতল, আমার মনে আছে পুরো দেশ কীভাবে সেটা উদযাপন করেছে। সেদিনই ঠিক করেছিলাম যে আমিও ক্রিকেটার হব।’
অসংখ্য সাক্ষাৎকারে তামিম বলেছেন তার প্রয়াত বাবা ইকবাল খানের স্বপ্ন পুরণের কথা। আজও বিপিএলের পুরস্কার বিতরণীর মঞ্চে দাঁড়িয়ে তামিম আরও একবার আফসোসে পুড়লেন নিজের বাবাকে পাশে না পেয়ে, ‘আমি আগেও কয়েকবার বলেছিলাম বাবার স্বপ্নের কথা। তার ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হব। দুর্ভাগ্যবশত বাবা আর নেই। তবে আমি নিশ্চিত দেশের জন্য ক্রিকেট মাঠে যা করেছি তিনি থাকলে অবশ্যই তিনি থাকলে আমাকে নিয়ে গর্ব করতেন।’
বাংলাদেশ দলের দীর্ঘদিনের পথচলা শেষ করে তামিম ধন্যবাদ দিয়েছেন নিজের পরিবারের সদস্যদের, ‘আমি কিছু মানুষকে ধন্যবাদ দিতে চাই। শুরু করতে চাই আমার পরিবারকে দিয়ে। আমার চাচা আকরাম খান তিনি আমাকে পথ দেখিয়েছেন ক্রিকেটার হতে।গত ১৭ বছর তাকে জড়িয়ে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তবে বিষয়টা এমন না। ক্রিকেটার হওয়া আসলে এত সোজা না। আপনি যতই ক্ষমতাধর কিংবা তার সন্তান হোন না কেন, যদি মাঠে পারফর্ম না করতে পারেন তাহলে দলে জায়গা হারাবেনই।’
আলাদা করে নিজের চাচা ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খানকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘আমি চাচাকে ধন্যবাদ দিতে চাই। তিনিই আমাকে শিখিয়েছেন আসলে ক্রিকেট কী। বাকি সবাইকেও ধন্যবাদ দিতে চাই, তবে এখন আমি সবার নাম উল্লেখ করতে পারছি না। আমার স্ত্রী, আমার ছেলে, আমার কোচ; সবাইকেই ধন্যবাদ দিতে চাই এই যাত্রায় আমার পাশে থাকার জন্য।’
সারাবাংলা/জেটি
আকরাম খান চিটাগং কিংস তামিম ইকবাল ফরচুন বরিশাল বিপিএল ২০২৫ বিসিবি