বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকছেন যারা
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৯
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। বাংলাদেশের ব্যস্ততা শুরু এর পরেরদিন, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে নাজমুল হোসেন শান্তদের প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচসহ গ্রুপ পর্বে বাংলাদেশের আরও দুই ম্যাচের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
বাংলাদেশ-ভারত ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকার আদ্রিয়েন হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। রাওয়ালপিন্ডিতে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের দায়িত্বে থাকছেন পাকিস্তানের এহসান রাজা ও শ্রীলংকার কুমার ধর্মসেনা। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে হোল্ডস্টকের সাথে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে ইংল্যান্ডের মাইকেল গফকে।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ, ফোর্থ আম্পায়ার মাইকেল গফ ও ম্যাচ রেফারি ডেভিড বুন। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে রড টাকার থাকছেন থার্ড আম্পায়ারের দায়িত্বে। ফোর্থ আম্পায়ার জোয়েল উইলসুন এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পল রাইফেল থার্ড আম্পায়ার, ইলিংওর্থ ফোর্থ আম্পায়ার এবং ডেভিড বুন আবার থাকছেব ম্যাচ রেফারি হিসেবে।
সারাবাংলা/জেটি