Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়ক মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ

ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের অভিজ্ঞতা হয়েছে আগেই। গত বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত না থাকায়। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট আর ওয়ানডে সিরিজও বাংলাদেশ খেলেছে তার অধীনেই।

এবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য মিরাজের নাম সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায় বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবির সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করছে বিসিবি। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন এবং সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটাক্রান্ত নাজমুল হোসেন শান্তর অবর্তমানে দলকে নেতৃত্বও দিয়েছেন।’

সম্প্রতি বিপিএলেও নেতৃত্ব দিয়েছেন খুলনা টাইগার্সকে। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। দলকেও তুলেছিলেন প্লে অফে। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে শেষ বলে হেরে খেলা হয়নি ফাইনালে।

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সফলতা না পেলেও টেস্টে জয়ের স্বাদ পেয়েছেন মিরাজ। উইন্ডিজ সফরে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট জিতে ১-১ সমতায় ড্র করেছিল বাংলাদেশ। একইসাথে ক্যারিবিয়ান দীপপুঞ্জে পেয়েছিল ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ।

মিরাজকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণার সেই বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, অনুশীলনে সাহায্য করার জন্য চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডের সাথে দুবাই যাচ্ছেন দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই তারা দেশে ফিরে আসবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আইসিসি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

নলছিটি থানার সেই এসআইকে বদলি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭

বইমেলায় ‘৩৬ জুলাই’ স্টল
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৬

বই কেনার চেয়ে ছবি তোলায় আগ্রহ বেশি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর