কে হচ্ছেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক?
১ মার্চ ২০২৫ ১৫:২০
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছাড়ছেন জস বাটলার। আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে শেষবারের মতো দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর মধ্যেই আলোচনা হচ্ছে, কে হচ্ছেন ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নতুন অধিনায়ক। আলোচনায় আছেন ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুকদের মতো ক্রিকেটাররা। তবে তাদের মধ্যে ব্রুকই এগিয়ে নেতৃত্ব পাওয়ার দৌড়ে।
বাটলাররের জায়গায় কে দায়িত্ব নেবেন, এই প্রশ্নের জবাবে কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘বিকল্প যে কেউ হতে পারে। তবে এই ইস্যুটা এখন একবারে টাটকা, ২৪ ঘণ্টাও হয়নি বাটলারের অবসরের। এই ম্যাচের পর আমাদের হাতে যথেষ্ঠ সময় থাকবে ভাবার, কে হতে পারেন আমাদের অধিনায়ক।’
তরুণদের মধ্য থেকেই অধিনায়ক হিসেবে কাউকে হয়তো বেছে নেবে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। কারো নাম উল্লেখ না করলেও এখানে বাটলারের অবদান দেখছেন ম্যাককালাম। সাবেক এই নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘জসের নেতৃত্বের প্রভাব এখানেও আছে। দলের মধ্যে নেতৃত্ব সৃষ্টির কাজটা সে করে এসেছে এতদিন। দলে তরুণ অনেক ক্রিকেটার আছে, যারা ক্রিকেটটা দারুণ বুঝে। জসও তাদেরকে অনুপ্রাণিত করেছে।’
সারাবাংলা/জেটি