Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দিন হারল আবাহনী-মোহামেডান দুই দলই

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৯:০৭

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৬ উইকেটে হেরেছে আবাহনী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের মৌসুমের পর্দা উঠেছে আজ (সোমবার)। প্রথম দিন আলাদা তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছে আবাহনী-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান-গুলশান ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের কাছে ৬ উইকেটে হেরেছে তারকা সমৃদ্ধ আবাহনী।

সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে তামিম ইকবালের মোহামেডানকে ১০৭ রানে হারিয়েছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে জয়ে শুরু করেছে প্রাইম ব্যাংক।

বিজ্ঞাপন

মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে শহীদুল ইসলামের বোলিং তোপের মুখে পড়ে আবাহনী। পারভেজ হোসেন ইমনের ফিফটির পর মোসাদ্দেক হোসেন সৈকতের ৭৩ রানের ইনিংসে ২৩৪ রানে অল আউট হয় আবাহনী। রান তাড়ায় নেমে সাদমান ইসলামের ৪৬, ইমরুল কায়েসের ৯৪ ও অমিত হাসানের ৪৪ রানের ইনিংসে পাঁচ ওভার হাতে রেখে ৬ উইকেটে জয় পায় অগ্রণী ব্যাংক।

এর আগে  ১১৭ রানের মধ্যেই প্রথম পাঁচ উইকেট হারায় আবাহনী। ওপেনার পারভেজ হোসেন ইমন ফিফটি পেলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস বড় করতে পারেননি। ব্যর্থ হয়েছেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহফুজুর রাব্বিরা। ৪৪ রানে ৪ উইকেট নেন পেসার শহীদুল।

সেঞ্চুরি করেছেন গুলশান ক্লাবের ইফতেখার ইফতি

বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের আবু হায়দার রনি নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের চার উইকেট পেলেও ইফতেখার ইফতির সেঞ্চুরিতে দলটি পায় ২৯৮ রানের বড় সংগ্রহ। পরে বল হাতেও তিন উইকেট নেন তিনি। রান তাড়ায় নেমে মোহামেডানের প্রায় সকলেই ব্যর্থ। অধিনায়ক তামিম ফিরেছেন ২২ বলে ২২ রান করে। মাহিদুল অংকনের ব্যাট থেকে এসেছে ৩১ রানের ইনিংস। ব্যতিক্রম ছিলেন কেবল আরিফুল ইসলাম। ৭৩ বলে পাঁচ চার ও চারটি ছক্কায় ৭৯ রানে আউট হন ডানহাতি এই ব্যাটার। দল গুটিয়ে যায় ১৯১ রানে। ১০৭ রানে ম্যাচ জেতে গুলশান।

বিজ্ঞাপন

বিকেএসপির চার নম্বর মাঠে ৪৮.৪ ওভারে ২১৬ রানে অল আউট হয় রুপগঞ্জ টাইগার্স। শামীম হোসেন পাটোয়ারীর ৯৮* রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে মাত্র ৩২.৪ ওভারে সেই লক্ষ্য টপকে যায় প্রাইম ব্যাংক।

সারাবাংলা/জেটি

আবাহনী ইমরুল কায়েস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তামিম ইকবাল মোহামেডান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর