Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটারদের বেতন বাড়াচ্ছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ২১:৫৯

কোনো জয় ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি শেষ করেছে বাংলাদেশ

অনেকদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স সন্তোষজনক নয়। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্রেফ ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে সহজেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে মাঠের ক্রিকেট সন্তোষজনক না হলেও বেতন, ম্যাচ ফি বাড়ছে ক্রিকেটারদের।

সোমবার (৩ মার্চ) বোর্ড সভা করেছেন বিসিবির পরিচালকরা। বোর্ড সভায় ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর বিষয়টি অনুমোদিত হয়েছে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টির জন্য ম্যাচ ফি ২ লাখ, ওয়ানডের জন্য ৩ লাখ ও টেস্টের জন্য ৬ লাখ টাকা করে পেতেন ক্রিকেটাররা। এটা আরও বেড়ে যাচ্ছে। তবে বেড়ে কতো হচ্ছে সেটা জানানো হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। জানানো হয়েছে, অন্য দুই ফরম্যাটের চেয়ে টেস্টের ম্যাচ ফি বেশি বাড়ছে।

বোর্ড সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণটা অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্য দিয়ে ওদের আগ্রহটা আমরা ধরে রাখতে চাই।’

গত জানুয়ারি থেকে বৃদ্ধি বেতন, ম্যাচ ফি কার্যকর হবে বলে জানানো হয়েছে। গত বছর ম্যাচ ফি বাড়ানোর প্রস্তুাব করা হয়েছিল। কিন্তু পরে সেট পারফরম্যান্স বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়।

গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২১ জন ক্রিকেটার। এবছর চুক্তিতে কারা থাকছেন তা মোটামুটি নিশ্চিত। তবে চুক্তির সংখ্যা বাড়ছে নাকি কমছে সেটা খোলাসা করেননি নাজমুল আবেদীন।

বলেছেন, ‘একটা সংখ্যা আছে। তবে সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। তবে অনুমোদন হয়ে গেছে।’

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর বাংলাদেশের কোচিং প্যানেলে পরিবর্তন অসবে কিনা প্রশ্ন উঠেছিল। তবে আপাতত বড় পরিবর্তন আনার ভাবনা বিসিবির নেই বলে আভাস দিলেন নাজমুল আবেদীন।

তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট, (কোচ) যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে তাদের নিয়ে। তাদের সঙ্গে আবার যোগাযোগ করবো। যদি বোঝাপড়া না হয়, তাহলে বাইরে খুঁজতে হবে। তবে আমরা আশা করছি, আমাদের সঙ্গে যারা ছিল, তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব। আমাদের একজন খুব উঁচুমানের ফিল্ডিং কোচ দরকার। এ বিষয়েও আলাপ হয়েছে।’

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর