Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার লিগে আবারও আম্পায়ারিং বিতর্ক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ২৩:১৫

দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন নয়। তবে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচগুলো সরাসরি টিভিতে সম্প্রচার করা হচ্ছে এবং ম্যাচে তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা রাখা হচ্ছে। ফলে আম্পায়ার বিতর্ক এড়ানোর আশাই করা হচ্ছিল। কিন্তু বিতর্ক ফিরে এলো সেই তৃতীয় আম্পায়ারকে নিয়েই!

গতকাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে ইরফান শুক্কুরকে রান আউট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উঠেছে বিতর্ক। প্রাইম ব্যাংকের উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুরের বিপক্ষে রান আউটের আবেদন করেন রূপগঞ্জ টাইগার্স।

বিজ্ঞাপন

ফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত নিতে না পেরে তৃতীয় আম্পায়ারকে ইশারা করেন। কিন্তু ম্যাচে তখন তৃতীয় আম্পায়ারের দেখা নেই! এদিকে, তৃতীয় আম্পায়ার নেই বলে শুক্কুরকে আউট দিয়ে দেন ফিল্ড আম্পায়ার ইশতিয়াক আহমেদ নাদিম! বিষয়টি মানতে পারেননি প্রাইম ব্যাংক।

ক্লাবটির  অধিনায়ক প্রধান কোচ তালহা জুবায়ের, অধিনায়ক ইরফান শুক্কুর ও ম্যানেজার দেব চৌধুরী তর্ক জুড়ে দেন ম্যাচ রেফারি আখতার আহমেদের সঙ্গে।

এই ঘটনার জন্য শাস্তি দেওয়া হয়েছে তালহা জুবায়ের, ইরফান শুক্কুর ও দেব চৌধুরীকে। ইরফান শুক্কুরকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। দেব চৌধুরী ও তালহা জুবায়েরকে করা হয়েছে আর্থিক জরিমানা। জানা গেছে, সেই আম্পায়ারকেও কয়েকটা ম্যাচ ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব না দেওয়ার সুপারিশ করেছে সিসিডিএম।

সারাবাংলা/এসএইচএস

ডিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর