Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালের আগে এগিয়ে হেনরি, টপকানোর সুযোগ শামির

স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২৫ ১৫:৫৪

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ম্যাট হেনরি

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন মোট চারজন বোলার। তাদের মধ্য থেকে তিনজনকেই দেখা যেতে পারে আগামীকাল অনুষ্ঠেয় ভারত-নিউজিল্যান্ডের ফাইনালে। সর্বোচ্চ উইকেট শিকারী ম্যাট হেনরি, দ্বিতীয় অবস্থানে ভারতের মোহাম্মদ শামি, তৃতীয় স্থানে আরেক ভারতীয় বোলার বরুণ চক্রবর্তী।

অবশ্য চতুর্থ স্থানে থাকা আজমতউল্লাহ ওমরজাই এই দৌড়ে নেই আফগানিস্তান গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়াতে।

বিজ্ঞাপন

সেমিফাইনালে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পাওয়া ম্যাট হেনরির ফাইনাল খেলা নিয়ে আছে শংকা। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের এই ডানহাতি পেসার। যদি শেষ পর্যন্ত ফাইনাল খেলতে না পারেন, সেক্ষেত্রে লড়াইটা হবে দুই সতীর্থ শামি ও বরুণের মধ্যে।

৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন শামি। বরুণ মাত্র দুই ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪২ রানে ৫ উইকেট নেন এই স্পিনার। এরপর সেমিফাইনালে নেন আরও দুই উইকেট।

আগামীকাল বাংলাদেশ সময় বেলা ৩টায় দুবাইয়ে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল।

সারাবাংলা/জেটি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ মোহাম্মদ শামি ম্যাট হেনরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর