Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন প্রজন্ম কতটা এগিয়ে নিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ০০:৪১

বাংলাদেশ ক্রিকেট এখন ‘নতুন প্রজন্মে’র হাতে। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল আগেই অবসর নিয়েছেন। সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রাস্তা কঠিন। কদিন আগে মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, এখন খেলবেন শুধু টেস্ট। তারপর মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিলেন। সিনিয়রদের বিদায়ের পর দায়িত্ব এখন নতুনদের কাঁধে। কতটা পারবে তরুণরা?

মেহেদি হাসান মিরাজ বললেন, দেশের ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিতে নতুনদের দায়িত্ব নিতে হবে। এই প্রজন্মের জন্য বড় কোনো ট্রফি জিততে চান মিরাজ।

বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান। মিরাজদের মোহামেডান আজ লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে।

মিরপুরে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মিরাজ। এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘সবাইকে একটা সময় নিজের জায়গা থেকে সরে যেতে হয়। তাঁদের (আগের প্রজন্মের) যে ভূমিকা ছিল, তাঁরা বাংলাদেশকে একটা ধাপে নিয়ে এসেছেন। আমাদের কাজ থাকবে এখান থেকে আরেকটা ধাপে নিয়ে যাওয়া। আমরা এখনো একটাও ট্রফি জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে যেকোনো বড় টুর্নামেন্টে যেন একটা ট্রফি জিততে পারি, তখন এটা আমাদের প্রজন্মের জন্য ভালো হবে।’

বাংলাদেশ এখন পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে বারবার ব্যর্থ হয়েছে। প্রায় প্রতিটি টুর্নামেন্ট শেষেই প্রস্তুতি ঘাটতির কথা বলা হয়। মেহেদি হাসান মিরাজ বললেন, বৈশ্বিক টুর্নামেন্টে ভালো করতে হলে প্রস্তুতিটা দীর্ঘমেয়াদী হওয়া আবশ্যক।

মিরাজ বলেছেন, ‘এটা একটা প্রক্রিয়া (প্রস্তুতি)। এখন থেকে এটার সিদ্ধান্ত নিতে হবে এবং স্ট্রিক্ট থাকতে হবে। দুই-আড়াই বছর বাকি আছে বিশ্বকাপের, এখন থেকেই দলের একটা সেটআপ ঠিক করতে হবে। কারা খেলবে, কোন পজিশনে খেলবে, তা নিয়ে অনুশীলন করতে হবে। খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। সবাই সবাইকে ব্যাক করতে হবে।’

বিজ্ঞাপন

‘প্রত্যেকের সঙ্গে সমন্বয় করা খুবই গুরুত্বপূর্ণ। একটা খেলোয়াড়কে প্রতিষ্ঠিত করতে গেলে তাঁকে সুযোগ দিতে হবে। বিশ্বকাপের আগে যতগুলো ওডিআই আছে, সুযোগ দিতে হবে। আমাদের লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে হবে। দুই–তিন মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি নিলে (সাফল্য পাওয়া) কঠিন হবে।’- যোগ করেছেন মিরাজ।

সারাবাংলা/এসএইচএস

মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর