বাংলাদেশে এসেই ভারতকে হামজার হুমকি
১৭ মার্চ ২০২৫ ১৩:২৭ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৬:১১
দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে ফিরেছেন হামজা চৌধুরী। উপলক্ষ্য আর অজানা নেই কারো, জাতীয় দলের জার্সিতে খেলতে ইংল্যান্ড থেকে আজ (সোমবার) সোজা বাংলাদেশে এসেছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার। তার প্রত্যাবর্তনের সাক্ষী হতে সকাল থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে সংবাদকর্মীদের ভিড়। মূল ফটকের কাছে ‘হামজা! হামজা! স্লোগান তুলে অপেক্ষা করছিলেন সমর্থকগোষ্ঠী ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’।
সকাল ১১টা ৫২ মিনিটে হামজাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে সিলেটে। এর প্রায় চল্লিশ মিনিট পর কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে বেরিয়ে আসেন তিনি, ভিআইপি গেটের সামনে সাজানো পোডিয়ামের পেছনে দাঁড়িয়ে কথা বলতে। অবশ্য প্রথম মিনিটে কথা আর বলবেন কী! সাংবাদিক আর ক্যামেরাম্যানদের হুটোপুটি; কে কার আগে হামজাকে নিজেদের ফ্রেমে বন্দী করবে তা নিয়ে। বাফুফে কর্মকর্তার হস্তক্ষেপে অবশেষে খানিকটা স্বস্তি ফেরার পর শুরু হলো সংবাদ সম্মেলন।
সর্বশেষ ২০১৬ সালে দেশে এসেছিলেন, তাই প্রথম প্রশ্নটাই গেল দেশে ফেরা নিয়ে। হামজা বললেন, ‘দারুণ লাগছে। অনেকদিন পর আসা। আমি এখানে আসতে পেরে খুশি।’
গতকাল শেফিল্ড ডার্বিতে শেফিড উইডনেসডেকে হারিয়ে বাংলাদেশের বিমান ধরেছেন হামজা। সেই ম্যাচ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন তিনি। অবশ্য প্রথম দুটি প্রশ্নের উত্তর ইংরেজিতে দিলেও শেষ প্রশ্নের উত্তরটা দিয়েছেন আঞ্চলিক সিলেটি ভাষায়।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে হামজার। সেই ম্যাচের পরিকল্পনা জানতে চাওয়া হয় হামজার কাছে, অনুরোধ করা হয় যেন বাংলাতে উত্তর দেন। চারপাশের হৈ-হল্লার মধ্যে প্রশ্নটা ঠিকঠাক শুনতে পাননি হামজা, তাই বলে উঠলেন, ‘আমি বুজচি না, বুজছি না।’
দ্বিতীয়বার প্রশ্ন শুনে অবশ্য হামজা বেশ বড় উত্তরই দিলেন। জানালেন ম্যাচ জিততেই খেলতে যাচ্ছেন তারা ভারতে, ‘ইনশাআল্লাহ আমরা উইন খরমু। আমরার বিগ চান্স আছে। আমি কোচ হাভিয়েরের সাথে মাতসি। ইনশাআল্লাহ আমরা উইন খরিয়া প্রগ্রেস খরতাম ফারমু।’
হামজার সিলেটি আর ইংরেজিতে মিশিয়ে বলা কথা বিশুদ্ধ বাংলায় রূপান্তরের পর যার অর্থ দাঁড়ায়, ‘ইনশাআল্লাহ আমরা জিতব, আমাদের বড় সুযোগ আছে। আমি কোচ হাভিয়েরের (হাভিয়ের কাবরেরা) সাথে কথা বলেছি। ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতে সামনে এগিয়ে যাব।’
সিলেট বিমানবন্দর থেকে ইতোমধ্যে হবিগঞ্জ জেলার বাহুবল থানার স্নানঘাটে পৈতৃক বাড়ির উদ্দেশে সপরিবারে রওনা হয়েছেন হামজা। সেখানে একদিন থেকে আগামীকাল রাতে ঢাকায় টিম হোটেলে যোগ দেবেন তিনি।
সারাবাংলা/জেটি