Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক হামজাতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ০০:১৯

অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

দেশের ফুটবল তথা ক্রীড়াঙ্গনে ট্রেন্ডিং টপিক এখন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার দেশে ফিরেছেন ১১ বছর পর, তাও জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে; হামজাকে নিয়ে আলোচনার উপলক্ষ্যটা এর চেয়ে বড় আর হতে পারত না। সোমবার সকাল থেকেই শুরু হামজাকে বরণের প্রস্তুতি।  সকাল ১১টা ৫২ মিনিটে বিমান বাংলাদেশের এক ফ্লাইটে ম্যানচেস্টার থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনস্রোতে ভেসে, ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে পৌঁছেছেন নিজের বাড়িতে।

বিজ্ঞাপন

এবার মাঠে নামার পালা। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়ার কথা তার। স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচের ফলাফল কী হবে, সেটা আসন্ন ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজার পরই জানা যাবে। কিন্তু এর আগেই ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। জাতীয় দলের রোস্টারে কেবল হামজার অন্তর্ভূক্তিতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলের সদস্য হয়ে গেছেন জামাল ভূঁইয়া-তপু বর্মনরা।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ফুটবলের দলবদল বিষয়ক ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’-এর হিসেব অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত, তাদের স্কোয়াডের মূল্যমান ৫.৮৮ মিলিয়ন ইউরো। এদিকে হামজার একার বাজারদর এখন ৪.৫০ মিলিয়ন ইউরো। হামজার অন্তর্ভূক্তির আগে বাংলাদেশের স্কোয়াডের মূল্য ছিল ৪.০৯ মিলিয়ন ইউরো। দুইয়ের সম্মিলিত মূল্যমান এখন ৮.৫৯ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩৩ কোটি ৭৩ লাখ টাকা প্রায়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হলেও পরিধিটা গোটা এশিয়া পর্যন্ত বাড়িয়ে নিলে বাংলাদেশের অবস্থান ১৯তম।

ট্রান্সফারমার্কেটের এএফসি র‍্যাংকিং অনুযায়ী এশিয়ার সবচেয়ে দামি দল জাপান, তাদের মূল্যমান ৩০৬ মিলিয়ন ইউরো। দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়া ১৩৪.১০ মিলিয়ন ইউরো, ৪৭ মিলিয়ন ইউরো মূল্যমানের স্কোয়াড নিয়ে তৃতীয় উজবেকিস্তান। ৪৬.৩০ মিলিয়ন ইউরো মূল্যমান চতুর্থ স্থানে থাকা ইরানের। তালিকার পঞ্চম দল সংযুক্ত আরব আমিরাতের দাম ৪৪.৩৫ মিলিয়ন ইউরো।

ট্রান্সফারমার্কেট আরও জানিয়েছে বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার মুল্যমান দ্বিগুণ। ভারতের সম্ভাব্য একাদশের মূল্যমান ২.৮৫ মিলিয়ন ইউরো, আর হামজার সাড়ে চার মিলিয়ন ইউরো। অবশ্য ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দলবদলের হিসেবে হামজার সর্বোচ্চ মূল্যমান উঠেছিল ১০ মিলিয়ন ইউরো।

সারাবাংলা/জেটি

বাফুফে বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল দল হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর