Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৭:০৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৭:০৮

হামজা চৌধুরী ও বাফুফ সভাপতির সাথে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জায়গা হচ্ছে না ভারতের বিপক্ষে  বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে। এ নিয়ে গতকাল বিকেল থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পাল করেন শতাধিক ভক্ত-সমর্থক। তাদের অভিযোগ ছিল স্বজনপ্রীতি আর সিন্ডিকেটের বলি হয়েছেন তিনি। সেই অভিযোগ আমলে নিয়ে আজ (বুধবার) বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

আজ দুপুর আড়াইটায় বৈঠক শেষে আসিফ মাহমুদ জানান, দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রমান মিললে ব্যবস্থা নেবে সরকার। আজ ক্রীড়া উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার পক্ষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ফাহামিদুলের বাদ পড়ার পর, সমর্থকের অভিযোগের তীরে বিদ্ধ হওয়া সিন্ডিকেট নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমান পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক শেষে সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগগুলো নিয়ে বাফুফে সভাপতির বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নিবে, এমন কোন কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

বাফুফে সভাপতি আরও বলেন, ‘সৃষ্ট সঙ্কট কোন সঙ্কট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি, ও প্রতিভাবান তবে ওকে আমরা আরো সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।’

সারাবাংলা/জেটি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাবিথ আউয়াল ফাহামিদুল ইসলাম বাফুফে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর