Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের হার্ট অ্যাটাক, যা বললেন হামজা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৭:২৩

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন অবস্থান করছে শিলংয়ে। আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে নামছে দুই দল। ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইএফএল চ্যাম্পিয়নশিপ খেলে আসা হামজা চৌধুরীও সেখানে আছেন দলের সঙ্গে, আগামীকাল অভিষেক হতে পারে তার। জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর আগে দেশের ক্রিকেটাঙ্গনের তারকা তামিম ইকবালের হার্ট অ্যাটাকের সংবাদটা পেয়েছেন তিনিও।

আজ (সোমবার) ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। হার্টে পরানো হয়েছে রিং, রাখা হয়েছে সাভার কেপিজে হাসপাতালের সিসিইউতে। দেশ-বিদেশের ক্রিকেটার, ক্রীড়াবিদরা তামিমের সুস্থতা কামনায় বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে। হামজা চৌধুরী ভারতে বসে এক ভিডিওর মাধ্যমে তামিমের সুস্থতা চেয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের একমাত্র স্পোর্টস টিভি চ্যানেল টি স্পোর্টসের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে হামজাকে বলতে দেখা যায়, ‘আমার স্বদেশি তামিম ইকবালের অসুস্থতা সম্পর্কিত সংবাদ দেখে আমার খুবই খারাপ লেগেছে। তামিম ও তামিমের পরিবারের জন্য আমার শুভকামনা রইল। ইনশাআল্লাহ তামিম ভালোভাবেই সেরে উঠবেন।’

এর আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও, গোলকিপার মিতুল মারমাও দোয়া চেয়েছেন তামিমের জন্য।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর