‘বড় ভাই’ ভারতকে হারানোর চ্যালেঞ্জ জামাল-হামজাদের
২৪ মার্চ ২০২৫ ১৯:১৪
ফুটবলের সামগ্রিক কাঠামো, মাঠের পারফরম্যান্স, দুই দলের মুখোমুখি লড়াই কিংবা ফিফা র্যাংকিং; সব মিলিয়ে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। এর ওপর সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারতীয়রা, সেক্ষেত্রে আরেকটু বাড়তি চাপ থাকছে বাংলাদেশের ওপর। এসব জায়গায় কমতি রেখেই আগামীকাল ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামছেন জামাল ভূঁইয়ারা। তবে ভারতকে এগিয়ে রাখলেও মাঠের লড়াইয়ে তাদের বিন্দুমাত্র ছাড় দিতে চায় না বাংলাদেশ।
আজ (সোমবার) শিলংয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘আপনি যখন আপনার বড় ভাইয়ের সঙ্গে খেলেন, তখন আপনারা জিততে চান তাই না। আমরাও তাই। ভারতের বিপক্ষে আমরা জিততে চাই। চাপ তো আছেই, প্রতিম্যাচেই থাকে তবে এই ম্যাচ নিয়ে আমরা আরও বেশি মনোযোগী এবং শান্ত রয়েছি। কারণ ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে কী হয়েছে সবাই জানে।’
ভারতের বিপক্ষে শেষ তিন ম্যাচের দুটিতে ড্র করেছে বাংলাদেশ, হেরেছে একটিতে। ফিফা র্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে ৫৯ ধাপ এগিয়ে ভারত। বাংলাদেশের র্যাংকিং ১৮৫, ভারতের ১২৬। তবে সেসব নিয়ে ভাবছেন না জামাল। তার লক্ষ্য ম্যাচ জেতা,
জামাল বলেন, ‘সত্যি বলতে আমরা র্যাংকিং নিয়ে চিন্তা করি না। ম্যাচ জেতা নিয়েই মনোযোগী আমরা। কোচ যেমনটা বলেছেন, এই দলটিই সেরা এবং খুবই শক্তিশালী। হামজাও এসেছে, যা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণার। সবাই চায় তিন পয়েন্ট নিতে আমিও চাই। আমরা জানি ম্যাচটি কঠিন হবে। তবে আমরা আমাদের সেরাটা দেব।’
শিলংয়ের জওহর লাল নেহেরু স্টেডিয়ামে ভারতের পক্ষেই থাকবে বেশিরভাগ জনসমর্থন। সেদিক বিবেচনায় কতটা চাপে থাকবে বাংলাদেশ? উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে ভারতের ম্যাচের আগে ও পরে দর্শকের উপস্থিতি অনুভব করা চায়। কিন্তু ম্যাচ চলাকালীন আমাদের সব মনোযোগ থাকে খেলায়। দর্শকেরা কী বলছে সেসব নিয়ে ভাবি না। বরং নিজেদের নিয়েই ভাবি। তবে যেমনটা বলেছি ম্যাচের আগে সেই আবহ টের পাওয়া যায়, তখন চাপও অনুভব। কিন্তু ম্যাচের সময় তেমনটা মনে হয় না।’
সারাবাংলা/জেটি