দ্বন্দ্ব ভুলে অনুশীলনে ফিরলেন বিদ্রোহী ফুটবলাররা
৮ এপ্রিল ২০২৫ ১৫:৫০ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৫:৫৫
কোচ পিটার বাটলারের বিরুদ্ধে সাবিনা খাতুন-মাসুরা পারভীন-সহ মোট ১৮ ফুটবলারের বিস্তর অভিযোগ। বাফুফে ভবনে বিদ্রোহের ডাক দিয়ে এই ব্রিটিশ কোচের অপসারণ চান তারা। এমনকি হুমকিও দিয়েছিলেন, বাটলারেরর অধীনে খেলতে বাধ্য করা হলে গণ অবসরে যাবেন তারা। তবে তাদের ছাড়াই সামনে এগিয়ে যেতে চেয়েছেন কোচ বাটলার।
তরুণ দল নিয়েই খেলে এসেছে আরব আমিরাত থেকে। কিন্ত অবশেষে সিনিয়র বিদ্রোহী ফুটবলারদের সাথে এই ব্রিটিশ কোচের দ্বন্দ্বের অবসান হয়েছে। আজ (মঙ্গলবার) তারা ফিরেছেন অনুশীলনে।
যদিও গতকাল (সোমবার) বাফুফে ভবনে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে বাটলারের অধীনে অনুশীলন করেননি কেউই, তবে অংশ নিয়েছেন জিম সেশনে। অবশ্য দীর্ঘদিন পাল্টাপাল্টি অভিযোগের পর বিদ্রোহে অংশ নেয়া ১৩ ফুটবলারের সাথে বৈঠক করেছেন কোচ বাটলার। দুই পক্ষের সমঝোতা বৈঠকের ব্যপ্তি ছিল ৪০ মিনিট। যেখানে দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করেছেন নানান ইস্যুতে।
জানা গেছে শেষদিকে পাঁচ মিনিটের বক্তব্যে শিষ্যদের সব ভুলে যাওয়ার আহ্বান জানান বাটলার। গুরুর ডাকে সাড়া দিয়ে আজ ১৮ বিদ্রোহী ফুটবলারের ১৩ জন ফিরেছেন অনুশীলনে। বাকি পাঁচজন আছে ভুটানে, সেখানকার স্থানীয় লিগ খেলতে।
এর মধ্য দিয়ে কাটল দীর্ঘ ৬৮ দিনের কোচ বিদ্রোহ। গতকাল জিম সেশনের পর আজ সকাল ৬টায় ধানমন্ডির আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন করেছেন নারী ফুটবলাররা।
বিদ্রোহ ঘোষণা করা ফুটবলারদের মধ্যে অনুশীলনে উপস্থিত ছিলেন শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার। ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে অবস্থান করছেন নারী ফুটবল লিগে খেলতে।
সারাবাংলা/জেটি