ম্যাচ জিতেও ১৬ লাখ টাকা জরিমানা বেঙ্গালুরু অধিনায়কের
৮ এপ্রিল ২০২৫ ১৭:০৬
চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে ১২ রানে হারিয়ে মৌসুমের তৃতীয় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল (সোমবার) ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাওয়া এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠল দলটা। কিন্তু অমন দারুণ সেই জয়ের পরও জরিমানা হয়েছে অধিনায়ক রজত পতিদারের।
স্লো ওভার রেটের কারণে তাকে ১২ লাখ রুপি জরিমানা করেছে ম্যাচ রেফারি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ লাখ টাকা। চলতি মৌসুমে প্রথমবারের মতো স্লো ওভার রেটের শিকার হলো বেঙ্গালুরু। তবে স্লো ওভার রেটের জন্য জরিমানার মুখে পড়া চতুর্থ অধিনায়ক তিনি। রজতের আগে একই কারণে জরিমানা গুনতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, রাজস্থান রয়্যালসের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ ও লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক রিশাভ পান্টকে।
চলতি আইপিএলে প্রথমবারের মতো আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন রজত। ব্যাট হাতেও পারফর্ম করেছেন, এখন পর্যন্ত দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
আগামী ১০ আগস্ট ঘরের মাঠে রজতদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
সারাবাংলা/জেটি