টর্নেডো ইনিংসের পর যা বললেন অভিষেক
১৩ এপ্রিল ২০২৫ ১৬:৩৫
মাত্র ৫৫ বল, ১৪টি চার ও ১০ ছক্কা, বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে অভিষেক শর্মা খেললেন ১৪১ রানের ইনিংস। নিজের প্রথম আইপিএল সেঞ্চুরিটা রাঙালেন রেকর্ড ইনিংসে, দলকে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এনে দিয়ে। পাঞ্জাব কিংসের বোলারদের তুলোধোনা করে ম্যাচ সেরা হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এই বাঁহাতি ওপেনার।
সেঞ্চুরি ছোঁয়ার পর হেলমেট খুলে অভিষেক পকেট থেকে বের করেন একটা চিরকুট। যেখানে লেখা ছিল, ‘দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি’। অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকদের দুর্দান্ত এই সেঞ্চুরিটা উৎসর্গ করেছেন অভিষেক। এ নিয়ে এই তরুণ বাঁহাতি ম্যাচ প্রেজেন্টেশনে বলেন, ‘আসলে আজ সকালে এমনিতেই মাথায় এসেছিল ভাবনাটা। যদি সেঞ্চুরি করতে পারি, তাহলে অরেঞ্জ আর্মিকে উৎসর্গ করব সেটা। সৌভাগ্যবশত দিনটা আমার ছিল, তাই চিরকুটটা আজই লিখেছি।’
কী লেখা ছিল অভিষেকের পকেটে থাকা চিরকুটে?
আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এতদিন ছিল লোকেশ রাহুলের দখলে। গতকাল তার ১৩২ রানের ইনিংস টপকে গেছেন অভিষেক। তার ১৪১ রানের ইনিংসে ভর করে হায়দরাবাদও গড়েছে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এই জয়ে টানা চার ম্যাচ পর জয়ের দেখা পেল দলটা।
অভিষেকও বেশ চাপে ছিলেন, কারণ আগের পাঁচ ম্যাচে বড় ইনিংস আসেনি তার ব্যাট থেকে। এ নিয়ে অভিষেক বলেন, ‘যদি বলি চাপে ছিলাম না, তাহলে মিথ্যা বলা হবে। টানা তিন-চার ইনিংসে ভালো না করলে একটা চাপ তো থাকেই, এর ওপর যদি টানা ম্যাচ হারতে থাকেন, আর কথাই নেই। তো সব মিলিয়ে চাপে ছিল দলের সবাই।’
অভিষেক তাণ্ডবে লণ্ডভণ্ড আইপিএলের রেকর্ডবুক
ব্যাট হাতে রান খরা কাটানোর দিনে অভিষেক ধন্যবাদ দিলেন আরও দুজনকে। যুবরাজ সিং ও সূর্যকুমার যাদবকে ধন্যবাদ জানিয়ে অভিষেক বলেন, ‘সত্য বলতে গত চার দিন ধরে আমি অসুস্থ ছিলাম, জ্বর ছিল। তবে যুবরাজ সিং, সুর্যকুমার যাদবের মতো মানুষদের কাছে পেয়ে আমি আসলে কৃতজ্ঞ। এই দুজনই আমার খোঁজখবর নিয়েছে প্রতিনিয়ত। তাদের বিশ্বাস ছিল আমি বড় কিছু করতে পারব। এবং যখন তাদের মতো ব্যক্তিত্বের ক্রিকেটারদের কাছ থেকে আপনি ভরসা পাবেন, বড় কিছু করার বিশ্বাসটা আপনার মধ্যে এমনিতেই আসবে।’
সারাবাংলা/জেটি