Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে প্রিমিয়ার লিগে ফিরছেন মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৬:২৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৮:৪০

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) রমরমা আয়োজন চলছে অনেকদিন ধরেই। দেশের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্টটিতে খেলা নিয়ে ব্যস্ত দেশের শীর্ষ ক্রিকেটাররা। কিন্তু মোস্তাফিজুর রহমানের দেখা পাওয়া যায়নি এতোদিন।

শোনা যাচ্ছিল, পারিশ্রমিক তুলনামূলক কম বলেই ডিপিএল নিয়ে আগ্রহী নয় মোস্তাফিজ। এর মধ্যে আইপিএলের ফ্যাঞ্চাইজির সঙ্গে মোস্তাফিজের আলোচনার কথা শোনা যাচ্ছিল। তবে এসব আলোচনা একপাশে রেখে অবশেষে ডিপিএলে ফিরছেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন

ডিপিএলের সুপার লিগ রাউন্ডের বাকি ম্যাচগুলো খেলবেন কাটার মাস্টার। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের হয়ে ডিপিএলের বাকি ম্যাচগুলো খেলবেন মোস্তাফিজ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। পরে মোহামেডানের অনুশীলনেও দেখা গেছে মোস্তাফিজকে।

কদিন পর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে জাতীয় দলের হয়ে টেস্ট খেলা ক্রিকেটারদের পাচ্ছে না ডিপিএলের দলগুলো। মোহামেডানে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন বলে ঐতিহ্যবাহী ক্লাবটির শূন্যতাটা একটু বেশিই। এসব কারণে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে তারা।

১৭ এপ্রিল থেকে শুরু হবে ডিপিএলের সুপার লিগ রাউন্ড। তার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান, আর দুই নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। দুই দলের পয়েন্টই ১৮। তবে মুখোমুখি লড়াইয়ে মোহামেডান জিতেছিল বলে শীর্ষে আছে দলটি।

সারাবাংলা/এসএইচএস

ডিপিএল মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর