নড়বড়ে জয়, স্বস্তিতে দিন শেষ করল বাংলাদেশ
২১ এপ্রিল ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৮:৪২
৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আবারও ভোগান্তির নাম সেই ওপেনিং জুটি। ওপেনার সাদমান ইসলাম ফিরলেন ইনিংসের চতুর্থ ওভারেই। এরপর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ক্যাচ দিয়ে জীবন পেলেন দুইবার। অবশ্য তার এই নড়বড়ে ব্যাটিংয়ের পরও এক উইকেটে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় দিনের শেষটায় স্বস্তিই থাকল বাংলাদেশের।
দিনের শুরুতে নাহিদ রানার আগুনে স্পেলে তিন উইকেট হারানোর পর জিম্বাবুয়ের হয়ে হাল ধরেন শন উইলিয়ামস। তার ফিফটিতেই বাংলাদেশের বিপক্ষে লিড নেয় জিম্বাবুইয়ানরা। তবে শেষদিকে মেহেদী হাসান মিরাজের স্পিন জাদুতে লিড ৮২ রানের বেশি হয়নি। একাই পাঁচ উইকেট নেন এই অফস্পিনার। ইনিংসে ১১তম বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ঘরের মাঠে ২০২২ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম পাঁচ উইকেট পেলেন এই অলরাউন্ডার।
নাহিদ-মিরাজের লাগাম টেনে ধরা বোলিংয়ের পর ব্যাটিংয়ে এই ইনিংসেও ব্যর্থ সাদমান। ব্লেসিং মুজারাবানির ইনসুইঙ্গারে ব্লক করতে গিয়ে স্লিপে শন উইলিয়ামসের হাতে ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার। প্রথম ইনিংসেও এভাবেই স্লিপে ধরা পড়েছিলেন তিনি। সাদমানের পর একই পরিণতি হতে পারত জয়ের। ব্যক্তিগত ৬ রানে রানে মুজারাবানির লাফিয়ে ওঠা বলে ফ্রন্ট ফুটে খেলতে যান এই ডানহাতি ব্যাটার। ব্যাটের কানা ছুঁয়ে বল যাচ্ছিল উইকেটকিপার মায়াভোর দিকেই, কিন্তু বলের গতিপথ ঠিকমতো বুঝতে না পারায় শেষ মুহূর্তে তার গ্লাভস ফস্কে যায় বল। পেরিয়ে যায় বাউন্ডারিও।
রিচার্ড এনগারাভার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে জয় দ্বিতীয়বার ক্যাচ দিয়েছিলেন স্লিপ কর্ডনে। ফোর্থ স্লিপে থাকা বেন কারান লাফিয়ে উঠেও নাগাল পাননি বলের। অবশ্য দ্বিতীয় বার জীবন পাওয়ার পরের বলেই স্কয়ার কাটে দারুণ একটা চার মেরেছেন জয়। এই দুতো ক্যাচের একটিও যদি জিম্বাবুইয়ানরা ধরতে পারত, সেক্ষেত্রে স্বস্তির বদলে দুশ্চিন্তা নিয়েই দিন শেষ করতে হতো বাংলাদেশকে।
পেস সহায়ক উইকেটে বাংলাদেশ তুলনামূলক দ্রুতগতিতেই রান তুলেছে সিলেটের শেষ বিকেলে। ১৪ ওভার ব্যাট করে ওভারপ্রতি চারের বেশি রান রেটে বাংলাদেশ করেছে ৫৭। জয় অপরাজিত আছেন ৪২ বলে ৬ চারে ২৮ রান নিয়ে। মুমিনুল কাল তার সাথে ব্যাট করতে নামবেন নামের পাশে ১৫ রান নিয়ে।
সারাবাংলা/জেটি
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর মাহমুদুল হাসান জয় মুমিনুল হক সাদমান ইসলাম অনিক