Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম টেস্টের আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশের বাড়তি চিন্তা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২২:০৩ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২২:০৭

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। সিলেটে তিন উইকেটে হেরে যাওয়া ম্যাচে ব্যাটিংটাই ডুবিয়েছে বাংলাদেশকে। প্রথম ইনিংসে ১৯২ রানে গুটিয়ে গিয়ে ৮২ রানে পিছিয়ে পরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসও ভালো হয়নি স্বাগতিকদের। যাতে শেষ পর্যন্ত হারতে হয়েছে শক্তি, ক্রিকেট ঐতিহ্য বা সাম্প্রতিক ফর্মে যোজন যোজন পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে।

একদিন পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল। ফলে তার আগে ব্যাটিং নিয়েই বড় দুশ্চিন্তা বাংলাদেশ ক্রিকেট দলের। আজ সংবাদ সম্মেলনে এসে বারবার ব্যাটিংয়ে মনোযোগের কথা বললেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।

বিজ্ঞাপন

ব্যাটিং নিয়ে বাংলাদেশের দুর্দশা অবশ্য অনেক দিনের। টেস্টে নিয়মিত দুইশর আগে অলআউট হওয়া, ব্যাটারদের আত্মাহুতির ঘটনা নিয়মিত। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষেও তা দেখা গেছে।

গতকাল শুক্রবার চট্টগ্রামে পৌঁছানো বাংলাদেশ আজ শনিবার (২৬ এপ্রিল) পুরোদমে অনুশীলন করেছে। অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে জাকের আলী অনিক বলেন, ‘যেহেতু প্রথম টেস্টটা আমাদের পক্ষে যায়নি, তবে আমরা আমাদের প্রক্রিয়ার মধ্যেই আছি। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। অবশ্য ব্যাটিং ফোকাস থাকবে, কারণ ব্যাটিং খারাপ হওয়ার কারণেই সংগ্রাম করি, কাজেই এখানেই মূল ফোকাস।’

ম্যাচ জিততে হলে ব্যাটিংয়ে ভালো করতেই হবে, এমনটাই বলেছেন জাকের, ‘ব্যাটিং নিয়েই আমি বলছি। ব্যাটিং আমাদের ভালো হয়নি, এই কারণেই ভুগেছি। শট সিলেকশন কীভাবে আরও ভালো করা যায়, এসব নিয়ে আলাপ হয়েছে। সব সময় তো বোলাররা জেতাবে না, বেশিরভাগ সময় বোলাররাই (টেস্ট) জেতায়। আমরা চাইব, এই ম্যাচে যেন আমাদের ব্যাটাররা সবাই সেরা পারফরম্যান্সটা দিতে পারে, সহজেই জিততে পারি।’

বিজ্ঞাপন

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের (আগের নাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) উইকেট সচরাচর ব্যাটিং সহায়ক উইকেটই হয়। এমন পিচে স্কোরকার্ডে বড় রান জমা করতে না পারলে ম্যাচ জেতা কঠিন। বাংলাদেশের ব্যাটিং ইউনিট ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর