Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই হৃদয় আবারও নিষিদ্ধ, খেলতে পারবেন না ‘ফাইনালে’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২২:৩২ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২২:৩৪

তাওহিদ হৃদয়ের ইস্যু নিয়ে কদিন ধরে তুলকালাম চলছে দেশের ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডান অধিনায়ককে নিষিদ্ধ, আবারও মুক্তি আবারও নিষিদ্ধ বিষয়গুলো নিয়ে জলঘোলা কম হলো না। জলঘোলার পর আর গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ডিপিএল খেলতে নেমে আবারও নিষেধাজ্ঞায় পরেছেন হৃদয়।

আজ শনিবার (২৬ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেষ বলে গিয়ে জিতেছে মোহামেডান। ম্যাচে ৫৪ বলে ৩৭ রান করেছেন হৃদয়।

বিজ্ঞাপন

আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের স্পিনার ওয়াসি আহমেদের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যর্থ হন হৃদয়। ক্যাচ আউট হন তরুণ ব্যাটার। এর প্রেক্ষিতে বিরক্তি প্রকাশ করে কিছু একটা বলেন হৃদয়।

ম্যাচ শেষ সিদ্ধান্ত নেওয়া হয় ১০ হাজার টাকা জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে হৃদয়কে। ম্যাচ শেষে শুনানিতে অংশ নেননি হৃদয়, যাতে তার এই শাস্তি চূড়ান্ত হচ্ছে।

তাতে আবাহনীর বিপক্ষে মহা-গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না মোহামেডান অধিনায়ক। চলতি মৌসুমে সব মিলিয়ে হৃদয়ের ডিমেরিট পয়েন্ট হলো ৮। যাতে নিয়ম অনুযায়ী চার ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে হৃদয়কে। সে হিসেবে আবাহনীর বিপক্ষে ম্যাচটা খেলা হবে না মোহামেডান অধিনায়কের।

মঙ্গলবার আবাহনীর বিপক্ষে খেলতে নামবে মোহামেডান। পয়েন্টে টেবিলের হিসেব বলছে এই ম্যাচটি এখন ডিপিএলের অলিখিত ফাইনাল। এই ম্যাচে যারা জিতবেন শিরোপা তাদেরই। ম্যাচ বাতিল হলে অবশ্য শিরোপা জিতবে আবাহনী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

ডিপিএল তাওহিদ হৃদয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর