Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ের ইতিহাস না বাংলাদেশের প্রত্যাবর্তন?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৯:৩৪

সিলেট টেস্ট জিতে ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে

এখন পর্যন্ত দেশের বাইরে মাত্র চারটা টেস্ট জিতেছে জিম্বাবুয়ে। যার মধ্যে সর্বশেষটি এসেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে ১-০ তে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। রাত পোহালেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে নামবে দুই দল। যেখানে জিম্বাবুয়ের সামনে ইতিহাস গড়ার হাতছানি আর বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

এখনও দেশের বাইরে দুই টেস্টের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারেনি জিম্বাবুয়ে। যদিও পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে জেতার রেকর্ড আছে তাদের।

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে আশা যোগাচ্ছে তাদের বোলিং লাইন আপ। ব্লেসিং মুজারাবানির সাথে রিচার্ড এনগারাভা ও ভিক্টর ন্যুয়াচিও দারুণ ফর্মে ছিলেন। মুজারাবনি দুই ইনিংসে মিলিয়ে একাই নেন ৯ উইকেট। এর সাথে দুই স্পিনার ওয়েসলে মাধেভেরে ও ওয়েলিংটন মাসাকাদজাও স্পিনার হিসেবে বেশ ভুগিয়েছেন বাংলাদেশকে। তবে ব্যাটিং নিয়ে একটু দুশ্চিন্তা আছে তাদের। যদিও সিলেট টেস্টে জোড়া ফিফটি করা ব্রায়ান বেনেট ও শন উইলিয়ামস বোলিং সহায়ক উইকেটে দারুণ ব্যাট করেছেন।

কিন্তু ব্যাটিং নিয়ে বাংলাদেশের চিন্তা আরও গভীর। নাজমুল হোসেন শান্ত উইকেটে সেট হচ্ছেন, কিন্তু ইনিংস বড় করতে পারছেন না। মুমিনুল হকেরও একই ধরনের সমস্যা। আর ওপেনিং জুটির সমস্যা চলছে শেষ ছয় টেস্ট ধরেই। যদিও চট্টগ্রাম টেস্টে বদল দেখা যেতে পারে ওপেনিং জুটিতে। জাকির হাসান বাদ পড়ায় দলে ঢুকেছেন এনামুল হক বিজয়।

দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ফর্ম ছিল সিলেট টেস্টের মূল ইস্যু। দুই ইনিংস মিলিয়ে ৮ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। তবে জাকের আলীর ব্যাটিং ফর্মে লোয়ার অর্ডার টিকে গেছে আগের টেস্টে।

অবশ্য বোলিং আক্রমণে কমতি থেকে যাচ্ছে চট্টগ্রাম টেস্টে। নাহিদ রানা চলে গেছেন পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলতে। হাসান মাহমুদ, খালেদ আহমেদের সাথে তাই থার্ড সিমার হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। স্পিনে থাকছেন পুরনো দুই অস্ত্র মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম , নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে:   বেন কারান, ব্রায়ান বেনেট, নিক ওয়েলচ, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ওয়েসলে মাধেভেরে, নিয়েশা মায়াভো, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর ন্যুয়াচি।

সারাবাংলা/জেটি

জিম্বাবুয়ে ক্রিকেট দল জিম্বাবুয়ের বাংলাদেশ সফর নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর