সেঞ্চুরি করে সাকিবের অনন্য ক্লাবে মিরাজ
৩০ এপ্রিল ২০২৫ ১৬:১৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৬:১৯
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে একাই দশ উইকেট নিয়েছেন মিরাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দলের বিপর্যয়ের মুখে করলেন দারুণ এক সেঞ্চুরি। আর এতেই নাম লেখালেন সাকিব আল হাসান আছেন এমন এক অনন্য ক্লাবে। দ্বিতীয় বাংলাদেশি ও সব মিলিয়ে সপ্তম ক্রিকেটার হিসেবে একই টেস্ট সিরিজে দশ উইকেট আর সেঞ্চুরি করলেন এই অলরাউন্ডার।
মিরাজের মতো সাকিবও এই কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে সেঞ্চুরির পাশাপাশি ম্যাচেও দশ উইকেট নেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। সেই সিরিজে ৩ ম্যাচে ১৮ উইকেটের সাথে রান করেছিলেন ২৫১। চট্টগ্রাম টেস্টের তৃতীয় ইনিংস পর্যন্ত এই সিরিজে ব্যাট হাতে এক সেঞ্চুরিতে মিরাজের সংগ্রহ ১১৬ ও উইকেট নিয়েছেন দশটি।
তবে একই টেস্ট সিরিজে দশ উইকেট ও সেঞ্চুরি; সবচেয়ে বেশি তিনবার এই কীর্তি আছে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ইয়ান বোথামের। তিনবারের দুইবারই বোথাম এই রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে, আর একবার ভারতের বিপক্ষে।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের এই অনন্য কীর্তি আছে দুইবার। ১৯৮২-৮৩ মৌসুমে ভারতের বিপক্ষে ৬ টেস্টের সিরিজে প্রথমবার ও সর্বশেষ ১৯৮৭ সালে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে নিয়েছেন ম্যাচ দশ উইকেট, সাথে করেছেন সেঞ্চুরি। পাকিস্তানের আরেক কিংবদন্তি ওয়াসিম আকরামেও এই কীর্তিতে নাম লিখিয়েছেন দুইবার। টনি গ্রেগ, স্যার রিচার্ড হ্যাডলি, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ এই রেকর্ড গড়েছেন একবার করে।
সারাবাংলা/জেটি
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর দশ উইকেট বাংলাদেশ ক্রিকেট দল মেহেদী হাসান মিরাজ রেকর্ড সাকিব আল হাসান সেঞ্চুরি