সিরিজ সেরা মিরাজের র্যাংকিংয়ে উন্নতি
১ মে ২০২৫ ১৬:২৬
ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সে সদ্য সমাপ্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির পর বল হাতে পাঁচ উইকেট নিয়ে জিতিয়েছেন দলকে। ইনিংস ও ১০৬ রানে পাওয়া সেই জয়ের পর আইসিসির টেস্ট র্যাংকিংয়েও উন্নতি হয়েছে ডানহাতি এই অলরাউন্ডারের। বোলিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মিরাজ, অলরাউন্ডার র্যাংকিংয়ে আছেন আগের স্থানেই।
আজ আইসিসির সাপ্তাহিক হালনাগাদের পর ব্যাটারদের র্যাংকিংয়ে এগিয়েছেন জাকের আলী অনিক, নাজমূল হোসেন শান্ত ও মুমিনুল হক।
সিলেট টেস্টের দুই ইনিংসে ৫৬ ও ৪৭ রানের ইনিংসের পর ব্যাটারদের র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে মুমিনুল এখন ৪৮-তম। সিরিজে ফিফটি করা জাকের ১০ ধাপ এগিয়ে উঠেছেন ৫০-তম স্থানে। ৪ ধাপ এগোনো শান্ত এখন ৫৩-তম ব্যাটার।
টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান লিটন দাস। যদিও আঙ্গুলের চোটে এই সিরিজের বাইরেই ছিলেন তিনি। এক ধাপ পেছানোর পর তার অবস্থান ৩৭। অফফর্মে থাকা মুশফিকুর রহিম ৮ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪০তম স্থানে। বোলিংয়ে শীর্ষে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল, ২৩ তম অবস্থানে তিনি।
এর সাথে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ক্যারিয়ার সেরা ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবার উঠে এসেছেন টেস্ট বোলারদের র্যাংকিংয়ে সেরা ১৫তে। বাংলাদেশ সিরিজের পর ১৪ ধাপ এগিয়েছেন এই ডানহাতি পেসার। প্রয়াত জিম্বাবুইয়ান পেসার হিথ স্ট্রিকের পর প্রথম বোলার হিসেবে ৭০০ রেটিং পয়েন্ট ছুঁয়েছেন তিনি। সিলেট টেস্টে জোড়া ফিফটি করা ব্র্যান বেনেট ঢুকেছেন টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষ ১০০তে।
সারাবাংলা/জেটি
আইসিসি আইসিসি র্যাংকিং জিম্বাবুয়ের বাংলাদেশ সফর বিসিবি মেহেদী হাসান মিরাজ