Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুবলীর সোনালি ঝলক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ আগস্ট ২০২৫ ১৪:১৬

বাংলা সিনেমার গ্ল্যামার কুইন শবনম বুবলী আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি মনকাড়া ছবি পোস্ট করে তিনি ভক্তদের দিলেন চমক। সঙ্গে লিখলেন—
‘Fashion is what you buy and style is what you do with it.’

সোনালি রূপে ঝলমলে বুবলী _

ছবিগুলোতে বুবলী পরেছেন সানায়া স্টাইলে তৈরি সোনালি বিডওয়ার্কের লং গাউন। গ্ল্যামার, এলিগ্যান্স আর স্টাইল— তিনটিই যেন মিলেমিশে একাকার। লাইটিং আর ব্যাকগ্রাউন্ডের সঙ্গে গাউনের ঝলমলে টেক্সচার এমনভাবে মিশে গেছে, যেন চোখ সরানোই দায়।

ছবিতে বুবলীর ভঙ্গিমা, আত্মবিশ্বাসী দৃষ্টি আর মিনিমালিস্টিক সেটআপ একে দিয়েছে সিনেমাটিক ফ্লেয়ার।

সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস _

মাত্র আধঘণ্টার মধ্যে পোস্টটিতে ৫.৬ হাজার লাইক, ১ হাজারের বেশি কমেন্ট এবং ৫১টি শেয়ার। ভক্তরা কেউ লিখেছেন ‘গোল্ডেন গডেস’, কেউ বলেছেন ‘এ যেন লালগালিচার জন্য তৈরি লুক’।

বিজ্ঞাপন

বুবলী মানেই স্টাইল স্টেটমেন্ট _

শবনম বুবলী তার ক্যারিয়ারে একাধিকবার প্রমাণ করেছেন— পোশাক কেবল শরীর ঢাকার জন্য নয়, বরং এটি ব্যক্তিত্বের প্রকাশ। আর এই পোস্ট আবারও স্মরণ করিয়ে দিল, ফ্যাশনকে আপনি যত ভালো কিনবেন, স্টাইল দিয়ে ততটাই অনন্য করে তুলতে পারবেন।

ভক্তদের কৌতূহল এখন— এই সোনালি ঝলমলে লুক কি আসন্ন কোনো সিনেমা, মিউজিক ভিডিও নাকি বিশেষ প্রজেক্টের অংশ?
সময়ই এর উত্তর দেবে, তবে আপাতত বুবলীর গ্ল্যামার ভক্তদের মনে রয়ে যাবে অনেক দিন।

সারাবাংলা/এফএন/এএসজি

বুবলীর সোনালি ঝলক শবনম বুবলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর