Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিলি ববি ব্রাউন: শুধু অভিনেত্রীই নন, নতুন প্রজন্মের অনুপ্রেরণা

ফারহানা নীলা
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪২

হলিউডে খুব কম বয়সেই যেসব শিল্পীরা নিজের প্রতিভা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন, তাদের তালিকায় অন্যতম নাম মিলি ববি ব্রাউন। মাত্র ১০ বছর বয়সে অভিনয় জগতে যাত্রা শুরু করলেও তিনি খুব দ্রুতই হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের আইকন। অভিনয়, প্রযোজনা, এমনকি ফ্যাশন— সব জায়গায় সমান দক্ষতায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন এ ব্রিটিশ অভিনেত্রী।

‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে যাত্রা

মিলির ক্যারিয়ারের মোড় ঘুরে যায় নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর মাধ্যমে। সেখানে ‘ইলেভেন’ চরিত্রে তার দুর্দান্ত অভিনয় বিশ্বজুড়ে আলোচনায় আসে। রহস্যময় ক্ষমতাসম্পন্ন এই কিশোরীর ভূমিকায় অভিনয় করে তিনি কেবল দর্শকের হৃদয়ই জয় করেননি, বরং সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছেন।

বিজ্ঞাপন

প্রত্যাখ্যান আর লড়াইয়ের দিনগুলো

সম্প্রতি সাগ-আফট্রা ফাউন্ডেশনের সঙ্গে এক আলাপে মিলি স্মৃতিচারণ করে বলেন, অভিনয়ের প্রথম দিকটা তার জন্য ছিল বেশ কঠিন। একের পর এক অডিশনে অংশ নিয়েও সুযোগ মিলছিল না। ‘আমি ভেবেছিলাম—এইবার হয়তো হবে, কিন্তু শেষপর্যন্ত ফিরিয়ে দিত। এদিকে পরিবারের টাকাও ফুরিয়ে যাচ্ছিল,’ বলেন তিনি।

এমনকি অর্থাভাব এতটাই প্রকট হয়ে উঠেছিল যে, পরিবারসহ লন্ডনে ফিরতে হয়েছিল তাকে। ‘মডার্ন ফ্যামিলি’, ‘গ্রে’স অ্যানাটমি’, ‘ইনট্রুডার্স’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেও অভিনয়জীবন স্থায়ী কোনো দিশা পাচ্ছিল না মিলি।

পরিবারের সংগ্রাম

শুরু থেকেই আর্থিক সংকটে ছিল ব্রাউন পরিবার। ইংল্যান্ড থেকে ফ্লোরিডা, সেখান থেকে ক্যালিফোর্নিয়া—অভিনয়ের কাজের খোঁজে এদিক-সেদিক ছুটতে গিয়ে তাদের ওপর নেমে আসে তীব্র চাপ। মিলি নিজেও বলেন, ‘আমার পরিবার ভেঙে পড়ছিল, কারণ আমরা যথেষ্ট আয় করছিলাম না।’

মিস করা সুযোগ আর ভাগ্যের মোড়

মিলির স্বপ্ন ছিল ‘গেম অফ থ্রোনস’-এ অভিনয় করার। ‘লিয়ানা মরমন্ট’ চরিত্রের জন্য তিনি অডিশনও দিয়েছিলেন। কিন্তু সেটি হাতছাড়া হয়। তখন মনে হয়েছিল, হয়তো অভিনয়ের যাত্রা এখানেই থেমে যাবে।

কিন্তু ভাগ্য যেন ঠিকই অপেক্ষায় ছিল। একই দিনে তিনি অডিশন দেন নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’-এর জন্য। আর সেই চরিত্র ‘ইলেভেন’- মিলিকে রাতারাতি বিশ্বখ্যাত করে তোলে।

সিনেমা ও প্রযোজনা জগতে পদচারণা

টেলিভিশনে সফলতার পর বড় পর্দায়ও নিজের দক্ষতা প্রমাণ করেছেন মিলি। ‘গডজিলা: কিং অব দ্য মনস্টারস’, ‘গডজিলা বনাম কং’, এবং নেটফ্লিক্স প্রযোজিত ‘এনোলা হোমস’ সিরিজ তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। ‘এনোলা হোমস’-এ শুধু অভিনয় নয়, তিনি সহ-প্রযোজকের দায়িত্বও পালন করেন, যা তার বয়সী শিল্পীদের মধ্যে বিরল এক দৃষ্টান্ত।

ফ্যাশন আইকন ও ব্যবসায়ী সত্তা

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও মিলির পদচারণা সমানভাবে প্রশংসিত। রেড কার্পেটে তার উপস্থিতি সবসময়ই আলোচনায় আসে। শুধু তাই নয়, নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড ‘Florence by Mills’ চালু করে তিনি উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। তরুণ প্রজন্মের জন্য নিরাপদ ও সহজলভ্য সৌন্দর্যপণ্য বাজারজাত করে তিনি ব্যবসায়ী ক্ষেত্রেও সফলতা অর্জন করেছেন।

স্বপ্ন ও ভবিষ্যৎ

মাত্র কিশোরী বয়সেই একাধিক আন্তর্জাতিক পুরস্কারের মনোনয়ন পাওয়া মিলির যাত্রা এখনো শুরু মাত্র। তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন, বয়স নয়—প্রতিভা ও একাগ্রতাই একজন শিল্পীর আসল পরিচয়। সামনে আরও বড় বড় চরিত্রে তাকে দেখা যাবে বলে আশা করছেন ভক্তরা।

মিলি ববি ব্রাউন আজ শুধুই একজন অভিনেত্রী নন, বরং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। অভিনয়, সাহসী সিদ্ধান্ত ও বহুমাত্রিক প্রতিভা দিয়ে তিনি প্রমাণ করেছেন— হলিউডের মঞ্চে তরুণীরাও সমানভাবে নেতৃত্ব দিতে পারে।

সারাবাংলা/এফএন/এএসজি

ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর