Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের জনপ্রিয় জুটি ফাওয়াদ-মাহিরার প্রেমের জাদু নিয়ে আসছে ‘নীলোফার’

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮

পাকিস্তানি সিনেমা প্রেমিকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেই জুটির জন্য, যা শোবিজের ইতিহাসে এক অনন্য ছাপ রেখেছে। আর এবার সেই অপেক্ষা শেষ হতে চলেছে। বড় পর্দায় ফিরছেন মাহিরা খান ও ফাওয়াদ খান, নতুন সিনেমা নীলোফার-এর মাধ্যমে, যা promises করে হৃদয় ছুঁয়ে যাওয়া এক রোমান্টিক গল্প।

এই সিনেমায় গল্পের কেন্দ্রবিন্দু একজন লেখক এবং এক অন্ধ নারীর মধ্যে গড়ে ওঠা প্রেম। লেখক ও পরিচালক আম্মার রসুল গল্পটিকে আবেগঘন রেখেছেন, আর সেই সঙ্গে ফেরানো হয়েছে পাকিস্তানি সিনেমার অন্যতম প্রিয় অন-স্ক্রিন জুটি — ফাওয়াদ ও মাহিরা।

যারা এখনও হামসফর এবং দ্য লিজেন্ড অফ মৌলা জাট-এর জুটির রসায়ন মনে রাখেন, তাদের জন্য নীলোফার নতুন রোমাঞ্চের সম্ভাবনা নিয়ে আসছে। এইবার ফাওয়াদ অভিনয় করছেন মন্সুর আলি খান হিসেবে, আর মাহিরা খানের চরিত্র নীলোফার। এছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাদিহা ইমাম, সামিয়া মুমতাজ, ফয়সাল কুরেশি, বহরোজ সাবজওয়ারি, রাশিদ ফারুকী, অতিকা ওধো, গোহার রশীদ ও নাভিদ শাহজাদ।

বিজ্ঞাপন

বিনোদনের আরেক মাত্রা যোগ করেছে ফাওয়াদ খানের প্রযোজনা। প্রথমে সিনেমাটির মুক্তি পরিকল্পিত হলেও কোভিড মহামারির কারণে তা বিলম্বিত হয়। এবার দীর্ঘ প্রতীক্ষার পর শীতকালে নীলোফার দর্শকদের সঙ্গে দেখা করতে চলেছে, যদিও সঠিক মুক্তির তারিখ এখনও গোপন রাখা হয়েছে।

যদিও গল্পের বিস্তারিত এখনও রহস্যে মোড়ানো, অনলাইনে প্রকাশিত কিছু বিহাইন্ড-দ্য-সিন দৃশ্য দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। ছবি ও চরিত্রের ছোট ছোট ঝলকই যথেষ্ট, দর্শকরা যেন আরও জানতে আগ্রহী।

ফাওয়াদ ও মাহিরার অন-স্ক্রিন রসায়ন, আবেগঘন গল্প এবং নাটকীয় উপস্থাপনা নীলোফার-কে শুধু একটি সিনেমা নয়, বরং শীতকালীন বিনোদনের বড় ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে। প্রশ্ন শুধু একটাই — এই প্রেমের গল্প কি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে? নাকি এটি আমাদের হৃদয়ে নতুন একটি স্মরণীয় জুটির চিহ্ন রেখে যাবে?

বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর