বিশ্বব্যাপী কোটি ভক্তের হৃদয়ে যার উপস্থিতি প্রতিদিন নতুন ঢেউ তোলে, সেই মার্কিন তারকা টেলর সুইফট এবার জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। দীর্ঘদিনের প্রেম, অগণিত আলোচনার পর আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে তার বহু প্রতীক্ষিত বিয়ের প্রস্তুতি এখন সবার নজর কাড়ছে। তবে উৎসবের উত্তেজনাকে ছাপিয়ে এবার সামনে এসেছে এক নতুন বাস্তবতা— হাই-প্রোফাইল এই জুটির নিরাপত্তা নিয়ে বাড়তি আশঙ্কা ও প্রস্তুতি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, টেলর সুইফট শুরু থেকেই নিজের ব্যক্তিগত নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এসেছেন। ট্র্যাভিস কেলসিও একইভাবে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সচেতন। কিন্তু দুজনের সম্মিলিত জনপ্রিয়তা এবং বহুল আলোচিত এই বিয়েকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকি বাড়ায় তাদের নিরাপত্তা টিম এখন কার্যত ‘হাই অ্যালার্ট’-এ।
টেলরের নিত্যদিনের ব্যস্ততা, তারকাখ্যাতি এবং জনসমক্ষে তাকে ঘিরে থাকা চাপের কারণে তার নিরাপত্তা দল বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে— এমনটিই জানিয়েছেন দায়িত্বে থাকা এক দেহরক্ষী। তার ভাষায়, “টেলর সুইফটের মতো কারও বিয়ের অনুষ্ঠান মানেই চোরদের কাছে স্বপ্নের মতো পরিস্থিতি— ভিআইপি অতিথি, দামি উপহার, মূল্যবান গহনা ও পোশাক। এইসবই পেশাদার অপরাধীদের আকৃষ্ট করে।”
টেলর সুইফট বর্তমানে তার ব্যক্তিগত জীবন ও প্রেমকে উপভোগ করছেন খোলামেলা ভঙ্গিতে। সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্য উপস্থিতিতেও এই সুখী সময়টি তিনি ভাগ করছেন ভক্তদের সঙ্গে। কিন্তু তার নিরাপত্তা টিম বলছে ভিন্ন কথা— টেলরের প্রতিটি পদক্ষেপ আজ বিশ্বজুড়ে ভক্তদের নজরেই থাকে। তার ভ্রমণ, অবস্থান বা ব্যক্তিগত পরিকল্পনা প্রায়ই গোপন রাখা কঠিন হয়ে পড়ে। ফলে নিরাপত্তাজনিত উদ্বেগ আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। এক নিরাপত্তা সদস্য বলেছেন, “টেলর অসতর্ক নন। কিন্তু তার জীবনযাত্রা এখন এমনভাবে উন্মুক্ত যে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি তৈরি হওয়াই স্বাভাবিক।”
গত এক বছরের মধ্যে টেলর সুইফট একাধিক গুরুতর নিরাপত্তা হুমকির মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ভিয়েনায় তার ‘এরাস ট্যুর’-এর একটি কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করা— তা ছিল সবচেয়ে বড় সতর্কসংকেত। ব্যক্তিগত জীবন ও পেশাগত কেরিয়ারের এই টানাপোড়েনের মাঝেও তার টিমকে বাড়তি সুরক্ষার পরিকল্পনা নিতে বাধ্য করেছে।
টেলর ও ট্র্যাভিসের সম্পর্ক গত এক বছরে বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে ছিল। তাদের বিয়েও স্বাভাবিকভাবেই বিনোদন জগতের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি হয়ে উঠছে। হলিউডের এ-লিস্ট তারকা, ক্রীড়া জগতের শীর্ষ কৃতী, বিলাসবহুল আয়োজন, সৌন্দর্য, সঙ্গীত— সব মিলিয়ে এক স্বপ্নের অনুষ্ঠান।
আর সেই স্বপ্নকে সম্পূর্ণ নিরাপদ করতে এখন ব্যস্ত পুরো নিরাপত্তা টিম।
টেলর সুইফটের বিয়ে মানেই বিশ্বজুড়ে কোটি মানুষের চোখ এক সন্ধিক্ষণে আটকে থাকা। সামাজিক মাধ্যমে আলোচনা, শুভেচ্ছা আর কৌতূহল যেন প্রতিদিনই বাড়ছে। তবে ভক্তদের আনন্দের সঙ্গে সঙ্গে প্রশ্নও উঠছে— এই আলোড়ন কি তাকে আরও ঝুঁকির মুখে ফেলছে না?
একদিকে ভক্তদের ভালোবাসা, অন্যদিকে নিরাপত্তাহীনতার হুমকি— দুয়ের মধ্যেই দাঁড়িয়ে টেলর সুইফট যেন আজ এক বাস্তব জীবনের ‘স্টারডম বনাম সেফটি’ গল্পের কেন্দ্রীয় চরিত্র। টেলর সুইফটের বিয়ের দিন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে নানা প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা ও চমক।
অনুষ্ঠানটি যে হবে বছরটির সবচেয়ে আকর্ষণীয় বিনোদন সংবাদ— তা বলাই বাহুল্য। তবে তার চেয়েও বড় বিষয়, হাজারো ক্যামেরা ও লক্ষ লক্ষ চোখের নজর এড়িয়ে কতোটা নিরাপদে, নিভৃতে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারবেন— সেটিই এখন বড় প্রশ্ন।