Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটম্যানের অন্ধকার দুনিয়ায় স্কারলেট জোহানসন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৩

হলিউডের আলোচিত নাম স্কারলেট জোহানসন। অ্যাকশন, থ্রিলার, সাই-ফাই— যে চরিত্রেই তাকে দেখা যায়, নিজস্ব শক্তি আর ক্যারিশমায় সেটাকে স্মরণীয় করে রাখেন। এবার তিনি ঢুকে পড়ছেন আরও এক প্রতীক্ষিত অন্ধকার জগতে— ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’।

রবার্ট প্যাটিনসনের বিপরীতে স্কারলেট জোহানসন যুক্ত হচ্ছেন— এই খবরে ভক্তদের উত্তেজনা সর্বোচ্চে। এখনও তার চরিত্রের নাম বা ধরন প্রকাশ হয়নি, তবে যত গুঞ্জন, তত চমকের সম্ভাবনা।

ম্যাট রিভসের পরিচালনায় প্রথম ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পায় ২০২২ সালে— গা ছমছমে টোন আর বাস্তবধর্মী গল্প নির্মাণে ৭৭২ মিলিয়ন ডলার আয় করে ছবিটি। সেই সাফল্যের পর সিক্যুয়েলের ঘোষণায় দর্শকরা দম ফেলার সুযোগ পাননি।

বিজ্ঞাপন

রিভস নিজেই বলেছেন— ‘এটি দীর্ঘ যাত্রা, কিন্তু দারুণ চমক অপেক্ষা করছে।’ এবার সেই চমকের প্রধান আকর্ষণ সম্ভবত স্কারলেট জোহানসন। মার্ভেলের ব্ল্যাক উইডো থেকে শুরু করে ‘লুসি’, ‘হেয়ার’— বহুমাত্রিক চরিত্রে দারুণ সাফল্য পাওয়া স্কারলেট এবার ডিসি ইউনিভার্সে।

তার চরিত্র এখনো গোপন— নতুন কোনো ভিলেন, অ্যান্টিহিরো নাকি ব্যাটম্যানের সহযোগী? হলিউড সূত্র বলছে— এটি তার ক্যারিয়ারের বড় ফ্র্যাঞ্চাইজি কাজগুলোর একটি হতে যাচ্ছে।

সম্প্রতি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’-এ অভিনয় করে ৮০০ মিলিয়ন ডলারের বক্স অফিস সাফল্য এনে দিয়েছেন তিনি। তিনিই আবার ‘দ্য এক্সরসিস্ট’ রিবুটেও দেখা দেবেন।

‘দ্য ব্যাটম্যান পার্ট টু’র চিত্রনাট্যই রাখা হয়েছিল বিশেষ লক-ব্যাগে! রিভস জানিয়েছেন— চিত্রনাট্য ফাঁস ঠেকাতে শীর্ষ গোপনীয়তার ব্যবস্থা করা হয়েছিল।

রবার্ট প্যাটিনসনের সঙ্গে আবারও টিম-আপ হচ্ছে রিভসের। তবে আগের কিস্তির জনপ্রিয় ক্যাটউম্যান জো ক্রাভিটজ এবার ফিরছেন না।

অভিনয় থেকে পরিচালনায় স্কারলেট— দুইবারের অস্কার মনোনীত স্কারলেট জোহানসন শুধু অভিনেত্রী নন, এখন তিনি পরিচালকও। তার প্রথম পরিচালিত ছবি ‘এলিনর দ্য গ্রেট’ প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে—সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে যথারীতি।

২০২৭ সালের অক্টোবর—মুক্তির সময় ঘোষণা হওয়া মাত্রই ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী। ব্যাটম্যানের ছায়া, গথামের অন্ধকার, আর স্কারলেটের উপস্থিতি—সব মিলিয়ে হলিউড দুনিয়া থেকে সাধারণ দর্শক—সবাই তাকিয়ে আছে এই নতুন অভিযানে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর