শীতের বিকেলে ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ভিড় জমেছিল কনসার্টপ্রেমীদের। কথা হয়েছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ এবং বাংলাদেশের তারকা ব্যান্ডদের এক ঝলমলে মেলডিতে। কিন্তু হঠাৎ এক অবাক করা ঘোষণায় ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের এই মিউজিক উৎসব স্থগিত হয়ে গেল।
প্রাইম ওয়েভ কমিউনিকেশনস জানায়, শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি না পাওয়ায় কনসার্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে হতাশ হওয়ার কিছু নেই – পুরো অনুষ্ঠান বাতিল হয়নি, কেবল সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
কাভিশের ঢাকায় আগমনই ছিল মিউজিকপ্রেমীদের জন্য এক উত্তেজনার মুহূর্ত। তাদের বিমানবন্দর আগমনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ব্যান্ডের গান যেমন ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’ – তরুণ প্রজন্মের কাছে এখনও এক অম্লান আকর্ষণ। ঢাকায় আগমনেই যেন কনসার্টের মিউজিক ভাবনা নেচে উঠেছিল মনমাতানো সুরে।
কিন্তু তারপরই আসে হঠাৎ বিরতি। আয়োজকরা জানান, দেশের সামগ্রিক পরিস্থিতি এবং প্রশাসনিক জটিলতা বিবেচনায় সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও কনসার্ট বাস্তবায়ন সম্ভব হয়নি। ভিডিও বার্তায় তারা দুঃখ প্রকাশ করে, ‘আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।’
কাভিশ ব্যান্ডের পক্ষ থেকেও পাঠানো ভিডিও বার্তায় সদস্যরা দুঃখ প্রকাশ করে পুনরায় ঢাকায় ফিরে আসার আশ্বাস দিয়েছেন। এতে কনসার্টপ্রেমীরা যেন আরেকবার ধৈর্য ধরতে বাধ্য।
এই ব্যান্ডের ঢাকার মঞ্চে গান পরিবেশন করার ইতিহাসও আলাদা। চলতি বছরের জানুয়ারিতেও তারা ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে দর্শকদের মন মাতিয়েছিল। তাদের মেলডি এখনও কানে বাজে, আর এই স্থগিত কনসার্ট যেন শুধুই অপেক্ষার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
সঙ্গীতপ্রেমীরা বলছেন, ‘কোনো কিছুই যদি কাভিশের সুরের মতো মন ছুঁয়ে না যায়, তবে এই বিরতি হয়তো আরও আকাঙ্ক্ষা তৈরি করবে।’ তাই শুধু অপেক্ষা করুন, সেই দিন আসবে যখন মঞ্চে উঠবে কাভিশ, আর ঢাকার রাত হবে আবারও সুরের সঙ্গে ভেসে যাওয়া।