Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুগল সার্চে হিট ভারতের তারকারা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০২ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৩

২০২৫ সাল শেষের পথে। এই সময়ে সারা বছর ধরে কোন তারকাদের নিয়ে ভক্তরা সবচেয়ে বেশি কৌতূহল প্রকাশ করেছেন, তার একটি চমকপ্রদ তালিকা দিয়েছে গুগল ইন্ডিয়া। এই তালিকার প্রথম চারজনের মধ্যে তিনজন অভিনেতা, একজন পডকাস্টার।

এক নম্বরে: সাইফ আলি খান

এই বছর সত্যিই জীবন ও রূপের নাটক একসাথে দেখেছেন সাইফ। ফেব্রুয়ারিতে তার বাড়িতে চোর ঢুকেছিল। কিন্তু সাইফের সাহসিকতায় তার ছেলে জাহাঙ্গীর নিরাপদ ছিল। এই সাহসিকতার কারণে গুগলের প্রথম স্থানে জায়গা পেলেন তিনি। বাস্তবের হিরো হিসেবে সাইফ ভক্তদের চোখে আরও প্রিয় হয়ে উঠেছেন।

দুই নম্বরে: আহান পান্ডে

বলিউডে নতুন আলোচিত নায়ক আহান। চাঙ্কি পান্ডের ভাই এবং অনন্য়া পান্ডের চাচাতো ভাই হওয়া ছাড়াও তাঁর পারিবারিক গল্প ও ব্যক্তিগত জীবন ভক্তদের কৌতূহল জাগায়। মোহিত সুরির সাইয়ারা সিনেমার মাধ্যমে নতুন মুখ আবিষ্কৃত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তিন নম্বরে: রণবীর এলাহাবাদিয়া

বছরের অন্যতম বিতর্কিত তারকা রণবীর। ইউটিউবারদের একটি কমেডি শোতে বিতর্কিত মন্তব্যের কারণে আইনি ঝামেলায় পড়তে হয় তাকে। এরপর ক্ষমা চেয়ে পডকাস্ট নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ফিরেছেন দর্শকের সামনে।

চার নম্বরে: অনিত পাড্ডা

নবীন অভিনেত্রী অনিত। ছোট চরিত্র দিয়ে শুরু, এরপর প্রাইম ভিডিওর ধারাবাহিকে প্রধান চরিত্র, আর শেষে সাইয়ারা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক। এই সিনেমার সাফল্যই তাকে তালিকায় নিয়ে এসেছে।

গুগলের এই তালিকা কী বোঝাচ্ছে?

গুগলের সার্চ র‍্যাঙ্কিং শুধু জনপ্রিয়তা নয়, এটি দেখাচ্ছে কোন তারকার প্রতি ভক্তদের কৌতূহল সবচেয়ে বেশি। সাহসিকতা, বিতর্ক, নতুন অভিষেক—সবকিছুই এখানে প্রভাব ফেলেছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

গুগল সার্চে হিট ভারতের তারকারা
৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০২

আরো

সম্পর্কিত খবর