Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার শেয়ার করেছেন জলপাই বাগানে তোলা একগুচ্ছ মনোমুগ্ধকর ছবি।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়—পেস্ট রঙের পোশাকে খোলা চুলে হাস্যোজ্জ্বল বুবলী। শীতের বিকেলে সবুজে ঘেরা জলপাই বাগানে তার উপস্থিতি যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। ক্যাপশনে নায়িকা লিখেছেন— টক মিষ্টি শীতের জলপাই, প্রিয় প্রকৃতি।

ছবি পোস্ট হতেই মন্তব্যে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। কেউ লিখেছেন, জলপাই দেখলে সবারই লোভ জাগে। আরেকজন ভক্ত লিখেছেন, জলপাইটা আপনার মতোই সুন্দর, আপু!— যা দেখে নায়িকার উপস্থিতিতেই যে ভক্তরা মুগ্ধ, তা স্পষ্ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বুবলীর। প্রথম ছবিতেই নজরকাড়া অভিনয় তাকে দ্রুত তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর থেকে একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে ঢালিউডের শীর্ষ নায়িকাদের তালিকায় স্থায়ী করেছেন তিনি।

জলপাই বাগানের ছবি পোস্ট করে আবারও ভক্তদের মন জয় করলেন এই তারকা।

সারাবাংলা/এফএন/এএসজি