হলিউডের আকাশে যার নাম বহুদিন ধরেই উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে, সেই অস্কারজয়ী তারকা উইল স্মিথ এবার চোখ রেখেছেন বলিউডের রুপালি পর্দায়। র্যাপ সংগীত থেকে শুরু করে অ্যাকশন, ড্রামা কিংবা বায়োপিক— সবখানেই নিজের আলাদা রাজত্ব গড়ে তোলা এই মার্কিন সুপারস্টার এবার ভারতের সিনেমা জগতে পা রাখার স্বপ্ন দেখছেন।
সম্প্রতি দুবাইয়ে আয়োজিত এক ঝলমলে অনুষ্ঠানে বিস্ফোরক ঘোষণায় উইল স্মিথ জানালেন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে একসঙ্গে কাজ করাই এখন তার বড় স্বপ্ন। শুধু স্বপ্নেই সীমাবদ্ধ নন তিনি— বলিউডের তারকাদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বলেও ইঙ্গিত দেন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’–এর প্রিমিয়ার উপলক্ষে দুবাইয়ে উপস্থিত ছিলেন স্মিথ। সেখানেই সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপে তিনি বলিউডে কাজ করার ইচ্ছার কথা জানান। উইল স্মিথ বলেন, ‘বর্তমানে অনেক ভারতীয় শিল্পী হলিউডে দারুণভাবে কাজ করছেন। কিন্তু পশ্চিমা শিল্পীদের বলিউডে সেভাবে দেখা যায় না। আমি চাই এই জায়গায় একটা পরিবর্তন আনতে।’
এই পরিবর্তনের পথে তিনি ইতোমধ্যেই কিছুটা এগিয়েছেন বলেই জানান স্মিথ। তার ভাষ্য অনুযায়ী, সালমান খানের সঙ্গে অভিনয় নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। একসময় অমিতাভ বচ্চনের সঙ্গেও একটি সম্ভাব্য প্রজেক্ট নিয়ে কথা হয়েছিল, যদিও সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে হাল ছাড়তে নারাজ উইল স্মিথ। এবার তার অপেক্ষা বলিউড বাদশা শাহরুখ খানের দিকে। মঞ্চ থেকেই হাসিমুখে শাহরুখের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন— ‘কী খবর?’
গত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও প্রয়াত ইরফান খানের মতো ভারতীয় তারকারা হলিউডের বড় প্রজেক্টে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করেছেন। সেই ধারাবাহিকতায় এবার যেন উল্টো স্রোতে হাঁটার ইঙ্গিত মিলছে। হলিউডের কোনো শীর্ষ তারকার বলিউডে অভিষেক হলে, তা নিঃসন্দেহে দুই ইন্ডাস্ট্রির জন্যই হবে নতুন এক অধ্যায়।
তবে ব্যক্তিগত জীবনে উইল স্মিথের সময়টা সম্প্রতি খুব একটা সহজ যাচ্ছে না। গত বছরের শুরুতে এক পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্তার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন তিনি। সেই বিতর্কের রেশ পুরোপুরি কাটতে না কাটতেই তার বলিউডে আসার ঘোষণা বিশ্ব বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সব মিলিয়ে প্রশ্ন একটাই—উইল স্মিথের এই বলিউড স্বপ্ন কি বাস্তবে রূপ নেবে? অমিতাভ, শাহরুখ কিংবা সালমানের সঙ্গে একই পর্দায় তাকে দেখার অপেক্ষায় এখন তাকিয়ে আছে কোটি ভক্ত। সময়ই বলে দেবে, হলিউডের এই সুপারস্টার বলিউডের দরজায় শুধু কড়া নাড়িয়েই থামবেন, নাকি সত্যিই ভেতরে ঢুকে নতুন ইতিহাস গড়বেন।