প্রেক্ষাগৃহের পর্দা পেরিয়ে এবার ডিজিটাল আঙিনায় পা রাখলো রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘জলে জ্বলে তারা’। তবে ইউটিউব দর্শকদের জন্য সিনেমাটি হাজির হয়েছে এক নতুন চমক নিয়ে। প্রেক্ষাগৃহে যে গল্পটি ‘জলে জ্বলে তারা’ নামে পরিচিত ছিল, অনলাইনের দুনিয়ায় তার পরিচিতি বদলে রাখা হয়েছে ‘তারার সার্কাস’।
অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমাটি সম্প্রতি টেন স্টুডিওস-এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। নাম পরিবর্তনের এই কৌশল মূলত ডিস্ট্রিবিউটরের ব্যবসায়িক সিদ্ধান্তের ফসল বলে জানিয়েছেন নির্মাতা। তবে নাম বদলালেও গল্পের মূল রসদ বা দৃশ্যায়নে কোনো কাটছাঁট করা হয়নি।
সিনেমাটির প্রাণভোমরা হলো সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির মধ্যকার এক মায়াবী এবং আবেগঘন সম্পর্ক। তারা চরিত্রে মিথিলার অভিনয় দর্শকদের যেমন ভাবিয়েছে, তেমনি হোসেন মাঝি চরিত্রে এফ এস নাঈমের সাবলীল উপস্থিতি গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে। নদীর পাড়ে বসবাস করা এবং যাযাবরের মতো ঘুরে ঘুরে সার্কাস দেখানো এক নারীর জীবনসংগ্রামের চিত্র এখানে নিপুণভাবে ফুটে উঠেছে।
মিথিলার ক্যারিয়ারে এই চরিত্রটি ছিল অন্যতম এক চ্যালেঞ্জ। তিনি আগেই জানিয়েছিলেন, তারার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে তাকে শারীরিক ও মানসিক—উভয় দিক থেকেই কঠোর পরিশ্রম করতে হয়েছে। একজন সাহসী ও সংগ্রামী নারীর এই রূপটি ধারণ করা ছিল তার জন্য এক নতুন অভিজ্ঞতা।
সিনেমাটিতে আরও দেখা গেছে ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান এবং মনিরা মিঠুর মতো শক্তিশালী অভিনয়শিল্পীদের। প্রেক্ষাগৃহে যারা সিনেমাটি মিস করেছিলেন, তাদের জন্য এখন ইউটিউবে ‘তারার সার্কাস’ শিরোনামে এটি দেখার দারুণ সুযোগ তৈরি হলো।