টলিউডের দেব থেকে ঢালিউডের শাকিব খান।ক্যারিয়ারের শুরুতেই দুই বাংলার দুই মহাতারকার সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পাওয়া যেকোনো অভিনেত্রীর জন্যই স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ভারতীয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মন খুলে কথা বলেছেন এই অভিনেত্রী।
ভিসাজনিত জটিলতায় শুরুতে ভারতে শুটিং হওয়ার কথা থাকলেও পরে দৃশ্যধারণের জন্য বেছে নেওয়া হয় লঙ্কার দ্বীপদেশ শ্রীলঙ্কা। সেখানে টানা পাঁচ দিন শাকিব খানের বিপরীতে শুটিং করেছেন জ্যোতির্ময়ী। শুটিং সেটের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানান, শাকিব খান জনপ্রিয়তার শীর্ষে থাকলেও সহশিল্পী হিসেবে তিনি ভীষণ বিনয়ী এবং সহযোগী। নতুন শিল্পী হওয়া সত্ত্বেও সেটে তাকে সবাই আপন করে নিয়েছিলেন, এমনকি সংলাপের উচ্চারণে কোনো সমস্যা হলে সহশিল্পী ও পুরো টিম তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
জ্যোতির্ময়ীর চলচ্চিত্র যাত্রা বেশ চমকপ্রদ। টেলিভিশন সিরিয়াল থেকে উঠে আসা এই অভিনেত্রী তার প্রথম সিনেমাতেই পেয়েছেন দেবের সঙ্গ, আর দ্বিতীয় মিশনেই জুটি বাঁধলেন শাকিব খানের সঙ্গে। দুই ইন্ডাস্ট্রির দুই মহাতারকাকে এক পাল্লায় মেপে তিনি বলেন, শাকিব ও দেবের মধ্যে এক আশ্চর্য মিল রয়েছে। দুজনেই এত বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও সেটে সেটা কখনোই বুঝতে দেন না এবং কাজের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক।
নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন দুর্ধর্ষ গ্যাংস্টার চরিত্রে। অ্যাকশন আর ড্রামায় ঠাসা এই সিনেমায় শাকিব-জ্যোতির্ময়ী ছাড়াও থাকছেন তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা। ঈদকে সামনে রেখে দ্রুতগতিতে কাজ চললেও সেই ব্যস্ততা বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন এই টলিউড সুন্দরী।