Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফজাল শরীফের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী এই অভিনেতার হাতে চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।


আরও পড়ুন :  ‘লাইফ ইন এ মেট্রো’র সিক্যুয়ালে কারা থাকছেন?


এ ব্যাপারে সারাবাংলার কথা হয় আফজাল শরীফের সাথেও। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। আফজাল শরীফ বলেন, কেবল অনুদানই নয়, আমার চিকিৎসার নিয়মিত আপডেট যেনো তাকে জানানো হয় সে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে গত ১৭ সেপ্টেম্বর আবেদন করেন আফজাল শরীফ। তিনি বলেন, মাত্র দুই দিনের মধ্যেই এই সহায়তা হাতে পাবো এটা কল্পনাও করিনি।


আরও পড়ুন :

উড়ল ‘গাঙচিল’

থাকছেন বুবলি, ফ্লোরে গড়াচ্ছে শুটিং

‘আই স্ট্যান্ড ফর উওম্যান’ সিনেমাগুচ্ছের প্রিমিয়ার

কবে শুরু হবে অভিষেক-ঐশ্বরিয়ার নতুন ছবির শুটিং?


সারাবাংলা/এমএম

আফজাল শরীফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর