আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হবে ব্যান্ড ফেস্ট
২৭ নভেম্বর ২০১৮ ১৮:০৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
প্রতিবছরের মতো এবারও হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়োজনটি। খবরটি আনন্দের হলেও একরাশ বেদনাও মিশে আছে পুরো ঘটনার সঙ্গে।
আরও পড়ুন : ‘সিনেমার সকল ব্যর্থতা নিজের কাঁধে নিলাম’
শুরু থেকেই আয়োজনটির সঙ্গে জড়িত ছিলেন দেশের ব্যান্ড লেজেন্ড আইয়ুব বাচ্চু। মূলত তিনিই সামনে থেকে নতুন পুরনোদের সম্পৃক্ত করতেন এই আয়োজনের সঙ্গে। কিন্তু এবার সেই আইয়ুরব বাচ্চু নেই। পারি দিয়েছেন অদেখালোকে। তাই পঞ্চম আয়োজনটি উৎসর্গ করা হবে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে।
ব্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। এক দিনের এই আয়োজন অনুষ্ঠিত হবে চ্যানলে আই প্রাঙ্গণে। সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে আয়োজন, চলবে বিকাল ৫টা পর্যন্ত। আয়োজনে অংশ নেবে ১৫টি ব্যান্ড দল।
ব্যান্ড ফেস্টের আরও খবর জানাতে আয়োজন করা হবে সংবাদ সম্মেলনের। ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন অবসকিউর ব্যান্ডের টিপু, ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেসবাহ, দলছুটের বাপ্পা, জলের গানের রাহুলসহ আরও অনেকে।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
রোহিত ও টোটার সঙ্গে বাংলাদেশের অরিন
কণ্ঠশিল্পীতেই বিএনপি’র আস্থা
প্রিসলির সঙ্গে নিজের তুলনা, ট্রাম্পকে নিয়ে হাস্যরস
ঠকবাজ তৌসিফ, ব্যতিক্রমী টয়া-সাফা
আমজাদ হোসেনের শারীরিক অবস্থা অপরিবর্তিত
শাহরুখকে মারবে না কলিঙ্গ সেনা
ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘দি ডিরেক্টর’
সেন্সরের দিনে এলো ‘দহন’-এর গান
আরও দেখুন :
৭ প্রশ্নে ইন্দ্রনীল [ভিডিও স্টোরি]