বিজ্ঞাপন

রোহিত ও টোটার সঙ্গে বাংলাদেশের অরিন

November 27, 2018 | 5:05 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।  

বিজ্ঞাপন

অরিন্দম বসু মূলত লেখক ও সাংবাদিক। এবার নিজের লেখা একটি গল্প থেকে সিনেমা বানাচ্ছেন তিনি। শিরোনাম ‘আতসকাঁচ’। যেখানে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী ও লাক্স তারকা অরিন। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক অরিন্দম বসু।


আরও পড়ুন :  কণ্ঠশিল্পীতেই বিএনপি’র আস্থা


কলকাতা থেকে মুঠোফোনে তিনি সারাবাংলাকে বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশ থেকে অরিন অভিনয় করছেন আমার পরিচালিত ছবিতে। এর শুটিং শুরু হবে ২৩ ডিসেম্বর।’

তিনি অারও বলেন, ‘আমিও ছিলাম সাংবাদিকতা পেশায়। প্রায়ই যাওয়া হয় বাংলাদেশে। তাই অনেক শিল্পীকেই আমি বেশ ভালোভাবে চিনি। অরিনকেও আমি আগে থেকে চিনতাম। আমার কাছে মনে হয়েছে সিনেমায় আমি যে চরিত্রের কথা ভাবছি, তার সঙ্গে অরিন খুব ভালোভাবে মিলে যায়। আর আমি খুব খুশি হয়েছি যে, অরিনও তার চরিত্রটা নিয়ে ভেবেছে। আশা করছি অরিন তার মেধা ভালোভাবে এখানে কাজে লাগাতে পারবে।’

বিজ্ঞাপন

ছবিতে অরিনের সঙ্গে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী ও রোহিত রায়। ‘আতসকাঁচ’ ছবিটি দিয়েই নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে অরিন্দম বসুর। তার প্রথম ছবিতেই তিনি পাচ্ছেন রোহিত রায় ও টোটা রায় চৌধুরিকে। ডিসেম্বরে শুটিং শুরু হয়ে পুরো শীতজুড়ে উত্তরবঙ্গ ও দার্জিলিংয়ে অভিনয় করবেন ছবিটির শিল্পীরা।

‘আতসকাঁচ’ সিনেমাটির গল্প ক্রাইম থ্রিলার লেখক প্রতাপাদিত্য সিংহ ও তার স্ত্রী রেশমকে ঘিরে আবর্তিত হবে। পাহাড়ে বেড়াতে যাওয়া ও তাদের সম্পর্কে তৃতীয় একজনের আগমনকে কেন্দ্র করে ছবিটির প্রেক্ষাপট।

ছবিটি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক অরিন্দম বসু বলেছেন, ‘বিগত চার বছর ধরে এই গল্পটা নিয়ে কাজ করছি। ছবির তিনটি চরিত্রের সম্পর্কের গাম্ভীর্য্য, মিথ্যে আস্ফালন সবটাই ধরা পড়বে। টোটা ও রোহিত ছবির চরিত্র দুটোর জন্য যথাযথ। আর ওরিন ছবিতে একটা আনকোরা অনুভূতি আনবেন।’

বিজ্ঞাপন

‘আতসকাঁচ’র প্রযোজনার দায়িত্ব নিয়েছে তৃণা ফিল্মস। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন দিব্যেন্দু মুখোপাধ্যায় ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন স্যাভি।

সারাবাংলা/টিএস/পিএ


আরও পড়ুন :

প্রিসলির সঙ্গে নিজের তুলনা, ট্রাম্পকে নিয়ে হাস্যরস

ঠকবাজ তৌসিফ, ব্যতিক্রমী টয়া-সাফা

আমজাদ হোসেনের শারীরিক অবস্থা অপরিবর্তিত

শাহরুখকে মারবে না কলিঙ্গ সেনা

ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘দি ডিরেক্টর’

সেন্সরের দিনে এলো ‘দহন’-এর গান


আরও দেখুন :

৭ প্রশ্নে ইন্দ্রনীল [ভিডিও স্টোরি]

বিজ্ঞাপন

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন