Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিনেমার সকল ব্যর্থতা নিজের কাঁধে নিলাম’


২৭ নভেম্বর ২০১৮ ১৮:০৩

আমির খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

চলতি বছরে বলিউডে অন্যতম আলোচিত সিনেমার নাম ‘থাগস অব হিন্দোস্তান’। তারকাসমৃদ্ধ সিনেমাটি নিয়ে শুটিং শুরু থেকে আলোচনায় ছিল। দর্শকরা অপেক্ষায় ছিল সিনেমাটি দেখার। দর্শক চাহিদা মাথায় নিয়ে দিপাবলিতে (৮ নভেম্বর) মুক্তি পায় সিনেমাটি।


আরও পড়ুন :  রোহিত ও টোটার সঙ্গে বাংলাদেশের অরিন


মুক্তির পর সিনেমাটি আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। হতাশ করেছে দর্শকদের। বলা যায় সিনেমাটি দর্শকের মন ভরাতে ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার দায়ভার নিজের ওপর নিলেন স্বয়ং আমির খান।

ভারতীয় সংবাদ মাধ্যমকে আমির খান বলেন, ‘আমি সিনেমার সকল ব্যর্থতা নিজের কাঁধে নিলাম। আমার মনে হয় আমরা ভুলভাবে এগিয়েছি। কাউকে না কাউকে তো ব্যর্থতার দায় নিতে হবে। আমি সেই দায় নিলাম। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’

যাদের কাছে সিনেমাটি ভালো লেগেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমির খান। আমির বলেন, ‘কিছু মানুষ সিনেমাটি পছন্দ করেছেন। আমরা তাতে খুশি। কিন্তু তারা সংখ্যায় কম। বেশিরভাগ মানুষ সিনেমাটি পছন্দ করেনি।’

সিনেমাটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কারণে ক্ষমাও চান তিনি। আমির বলেন, ‘আমি ক্ষমা চাচ্ছি। কারণ আমি মানুষকে আনন্দ দিতে পারিনি। আমি ভালোকিছু করার চেষ্টা করেছিলাম।’

১৮৩৯ সালে প্রকাশিত ‘কনফেশন অব থাগ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘থাগস অব হিন্দোস্তান’। ঠগদের ইতিহাস ১৭ থেকে ১৮ শতকের। এই সময়ের মধ্যে তারা জাতি হিসেবে আতঙ্ক ছড়িয়ে ফেলে ভারতবর্ষে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মন জয় করে। তারপর সময়বুঝে কেড়ে নেয় সর্বস্ব। ‘ঠগী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘ঠগ’ থেকে, যার অর্থ প্রতারক।

বিজ্ঞাপন

বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দোস্তান’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন অমিতাভ ও আমির। এতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

কণ্ঠশিল্পীতেই বিএনপি’র আস্থা

প্রিসলির সঙ্গে নিজের তুলনা, ট্রাম্পকে নিয়ে হাস্যরস

ঠকবাজ তৌসিফ, ব্যতিক্রমী টয়া-সাফা

আমজাদ হোসেনের শারীরিক অবস্থা অপরিবর্তিত

শাহরুখকে মারবে না কলিঙ্গ সেনা

ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘দি ডিরেক্টর’

সেন্সরের দিনে এলো ‘দহন’-এর গান


আরও দেখুন :

৭ প্রশ্নে ইন্দ্রনীল [ভিডিও স্টোরি]

আমির খান থাগস অব হিন্দোস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর