Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৫ বছরে বিটিভি


২৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৯

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ টেলিভিশন। বিটিভি নামেই যা বেশি পরিচিত। ১৯৬৪ সালের আজকের দিনে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ টেলিভিশন তথা বিটিভি। ঢাকার ডি.আই.টি ভবনে (বর্তমান রাজউক ভবন) তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের ঢাকা কেন্দ্র উদ্বোধন করা হয়। স্বাধীনতার পর এর নাম রাখা হয় বিটিভি। শুরুর দিকে বিটিভি ছিল সাদাকালো। ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশন রঙিন জগতে প্রবেশ করে। আর ১৯৭৫ সালে ডিআইটি ভবন ছেড়ে রামপুরার নিজস্ব ভবনে ওঠে বাংলাদেশ টেলিভিশন। বর্তমানে ঢাকা ছাড়াও চট্টগ্রামে বিটিভি’র আলাদা পূর্ণাঙ্গ কেন্দ্র আছে। এছাড়া দেশের ১৪টি স্থানে আছে উপ-কেন্দ্র এবং ‘বিটিভি ওয়ার্ল্ড’ নামে বৈশ্বিক চ্যানেল।

বিজ্ঞাপন

ফেরদৌসী রহমানের গাওয়া গান দিয়ে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল আজকের বিটিভি। গানটি ছিল আবু হেনা মোস্তফা কামালের লেখা এই যে আকাশ নীল হল আজ/এ শুধু তোমার প্রেমে। টেলিভিশন কেন্দ্রের প্রথম প্রযোজকদের মধ্যে ছিলেন মুস্তাফা মনোয়ার, জামান আলী খান ও মনিরুল ইসলাম। এর পরপরই যোগ দেন শহীদ কাদরী, আবদুল্লাহ আল মামুন, সৈয়দ আবদুল হাদী, দীন মোহাম্মদ, মোহাম্মদ জাকারিয়া, আতিকুল হক চৌধুরী। আর অনুষ্ঠান বিভাগের প্রথম ব্যবস্থাপক ছিলেন কলিম শরাফী।


আরও পড়ুন :  পিতা-পুত্রের শুভেচ্ছা


প্রতিষ্ঠার পর থেকে নব্বই দশক পর্যন্ত দর্শকদের কাছে বাংলাদেশ টেলিভিশনের তুমুল জনপ্রিয়তা ছিল। বিশেষ করে বিটিভি’র নাটক ছিল দর্শক চাহিদার শীর্ষে। বাংলাদেশ ছাপিয়ে ভারতের দর্শকদের কাছেও বিটিভি’র নাটকের চাহিদা ছিল। কালের পরিক্রমায় আকাশ সংস্কৃতিতে নানা স্যাটেলাইট টেলিভিশনের আর্বিভার বিটিভি’র জৌলুসে ভাগ বসায়। তারপরও এই দক্ষিন এশিয়ার অন্যতম পুরনো টেলিভিশন হিসেবে বাংলাদেশ টেলিভিশনের আলাদা মর্যাদা আছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিভিশনের ৫৫তম জন্মদিন উপলক্ষে বরাবরের মতো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। ২৫ ডিসেম্বর ভোরে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান সময়ের কর্মকর্তা, শিল্পী-কলাকুশলী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ছিলেন বিটিভি’র মহাপরিচালক হারুনুর রশীদ, বার্তা পরিচালক কবি নাসির আহমেদ। বিটিভি’র সাবেক কর্মকর্তাদের অনুষ্ঠানে অংশ নেন বিটিভি’র সাবেক মহাপরিচালক মুস্তাফা মনোয়ার, আলী ইমাম, সৈয়দ আবদুল হাদী, কেরামত মাওলা, মনোজ সেনগুপ্ত, শাইখ সিরাজ, ঝুনা চৌধুরী, আজাদ রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

.   জয়াকে কৌশিক গাঙ্গুলির অনুরোধ

.   টাকা ফেরত না এলে সিনেমা বানিয়ে কি লাভ? : ইলিয়াস কাঞ্চন


আজাদ রহমান আলী ইমাম কেরামত মাওলা ঝুনা চৌধুরী বিটিভি মনোজ সেনগুপ্ত মুস্তাফা মনোয়ার শাইখ সিরাজ সৈয়দ আবদুল হাদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর