Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪১টি দেশের গান নিয়ে ‘বাজাও বিশ্ববীণা’


৭ ফেব্রুয়ারি ২০১৯ ২০:২২

এন্টাটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। মহান এ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। আয়োজনের শিরোনাম ‘বাজাও বিশ্ববীণা’।


আরও পড়ুন :  কবিতা হয়ে বইমেলায় শিরোনামহীনের গান


আয়োজনে পরিবেশিত হবে ৪১টি ভাষার গান। তার সঙ্গে থাকবে নৃত্য পরিবেশনা, যাকে বলা হচ্ছে নৃত্যালেখ্য। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন। দেড় ঘণ্টা ব্যাপ্তীর এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ‘ঢাকা সংস্কৃতিক দল’ এবং নৃত্য পরিবেশন করবে ‘ভঙ্গিমা ডান্স থিয়েটার’। দলীয় এ পরিবেশনায় ৪১টি দেশের ঐতিহ্যপূর্ণ গানগুলো পরিবেশিত হবে। সেই সঙ্গে যে দেশের গান পরিবেশিত হবে সেই দেশের নৃত্য পাশাপাশি পরিবেশিত হবে। তবে ৪১টি দেশের গান পরিবেশিত হলেও ৪১টি দেশের নৃত্য পরিবেশিত হবে না। নৃত্যের সংখ্যা থাকবে কম। আর অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

.   আবারও কোরিয়ান ছবির রিমেকে সালমান খান

.   জুমানজি’র সিক্যুয়ালে ফিরছেন নিক জোনাস

.   মনোজ-ঈশানার ‘গানের স্পর্শে তুমি’

.   বসছে মোবাইল চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর

.   ভালোবাসা দিবসে আসছে আরাফাত মহসিনের অ্যালবাম

.   শুক্রবার মুক্তি পাচ্ছে পাঁচ তারকার দুই ছবি

.   আমির-সালমানকে নিয়ে কোথায় যাচ্ছিলেন অমিতাভ?


বাজাও বিশ্ববীণা শিল্পকলা একাডেমি

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর