স্বাধীনতা দিবস: যেসব নাটক দেখা যাবে টেলিভিশনে
২৬ মার্চ ২০১৯ ১৫:১৩
স্বাধীনতা দিবস মানেই টেলিভিশন চ্যানেলগুলোর নানা রকম অনুষ্ঠান প্রচারের হিড়িক। সেসব অনুষ্ঠানের মধ্যে বড় জায়গা জুড়ে থাকে নাটক। নাটকের প্রতি দর্শকের বাড়তি আগ্রহ আছে। আর তাই জাতীয় এই দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একাধিক নাটক প্রচারও করা হয়।
বরাবরের মতো এবারও চ্যানেলগুলো মুক্তিযুদ্ধবিষয়ক নাটক প্রচার করবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)–তে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নাটক ‘কারো দানে পাওয়া নয়’। হারুন রশীদের রচনায় এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। অভিনয়ে সেঁওতি, মাজনুন মিজান, আমিনুল হক, জিয়াউল হাসান কিসলু, শ্যামল জাকারিয়া, মাহবুবা পারভীন, সোহান খান, জয়রাজ ও আসানুল হক হেলাল।
আরও পড়ুন : কক্সবাজারে ‘গণ্ডি’র দ্বিতীয় ধাপের শুটিং
এছাড়া, রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘রৌদ্র করোটিতে’। সারোয়ার রেজা জিমির রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, আহসান হাবিব নাসিম ও রুনা খান।
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে নির্মিত টেলিছবি ‘এবার সাভারে’। পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করেছেন আফজাল হোসেন। বিভিন্ন চরিত্রে আরও আছেন শম্পা রেজা, রুবল লোদী, তানভীর হোসেন প্রবাল, এ কে আজাদ সেতু, দীপান্বিতা, শায়ান চৌধুরী, মুনিয়া ও কেয়া।
রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘আরজ আলী ডাকাত’। আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি নির্মাণ করেছেন বর্ণনাথ। এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত ও ফারজানা।
বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নাটক ‘উত্তাল মার্চ’। রাশেদা আক্তার লাজুকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, তানিয়া বৃষ্টি, পায়েল, নীরব, দিলারা জামান ও নিমা রহমান
মাছরাঙা টিভিতে বিকাল ৩টায় প্রচারিত হবে টেলিছবি ‘গুপ্তধন’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মাজনুন মিজান, মৌসুমী হামিদ প্রমুখ।
কাজী সাইফ আহমেদ পরিচালিত ‘ভাস্কর্য’ প্রচারিত হবে নাগরিক টিভিতে। এতে অভিনয় করেছেন আবদূন নূর সজল ও ঊর্মিলা শ্রাবন্তী কর। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।
আরটিভিতে প্রচার হবে ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া অভিনীত ‘শিকার’ নাটক। রাত ৮টায় দেখা যাবে নাটকটি। এটি পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নাটকটির গল্প রচনা করেছেন মো. জামাল হোসেন।
সারাবাংলা/আরএসও/
আরও পড়ুন : নতুন ছবিতে সালমান-ক্যাটরিনা