ঈদের তালিকায় আরও এক ছবি
১৮ মে ২০১৯ ১৫:৪১
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি ছবি। নাসিম সাহনিক পরিচালিত ‘গোয়েন্দাগিরি’ নামের একটি ছবি মুক্তি দেওয়া হবে ঈদে। শুক্রবার (১৭ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) শহীদ জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, ইভালির সিইও মো. রাসেল, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ প্রযোজক সমিতির সাবেক সহ সভাপতি খোরশেদ আলম খসরু, প্রযোজক মোরশেদ খান হিমেল এবং ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের প্রযোজক মামুনুর ইসলাম ।
‘গোয়েন্দাগিরি’ নিয়ে ছবির নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘বেশ প্রস্তুতি নিয়ে বড় ধরনের প্রতিকূলতাকে অতিক্রম করে “গোয়েন্দাগিরি” নির্মাণ করা হয়েছে। এটি হচ্ছে শখের গোয়েন্দাদের কাহিনী। বেশ সময় নিয়ে এই চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ করা হয়। তারপর ধীরে ধীরে এগিয়ে চলে নির্মাণ প্রক্রিয়া। শুটিংয়ে ব্যবহার করা হয় বৈচিত্র্যময় লোকেশন। সম্প্রতি ছবিটি সেন্সরবোর্ড থেকে আনকাট সেন্সরশীপ পেয়েছে। আমরা চেষ্টা করছি পবিত্র ঈদ উল ফিতরে চলচ্চিত্রটি মুক্তি দিতে।’
আরও পড়ুন : ঈদে ছবি আমদানি: আমদানিকারক তৈরি, পরিস্থিতি বৈরি
প্রযোজক মামুনুর ইসলাম জানান তাদের প্রযোজনা প্রতিষ্ঠান আম্মাজান ফিল্মস দর্শকদের জন্য রুচিশীল ও আকর্ষণীয় চলচ্চিত্র উপহার দিতে চায়। সেই প্রয়াস থেকেই নির্মাণ করা হয়েছে “গোয়েন্দাগিরি”।
ছবির গল্পে দেখা যাবে , একদল টিনএজ ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যাচ্ছে। তাদের একটি বিশেষ পরিচয় হচ্ছে তারা স্বপ্ন দেখে যে, ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে। তাদের কারও আইডল শার্লক হোমস, কারও ফেলুদা, তিন গোয়েন্দা। কারও আবার প্রিয় জেমস বন্ড। তাদের অভিযান শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরনো ভুতুড়ে বাড়ি নিয়ে হইচই পরে যায়। বনের মধ্যে অবস্থিত বাড়িটি নাকি অভিশপ্ত। অভিশপ্ত এই বাড়ির রহস্য উন্মোচনে ঝাঁপিয়ে পড়ে এই শখের গোয়েন্দারা।
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, মিম চৌধুরি, সীমান্ত আহমেদ, শম্পা হাসনাইন, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরি, শিখা খান,তানিয়া বৃষ্টি, প্রিন্স।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
. ট্রান্সজেন্ডার অক্ষয়, আসছেন অমিতাভও!
. ক্যাটরিনা জাতীয় পুরস্কার পাবে, বললেন সালমান খান
. কাটছে না অস্বচ্ছতা, বাড়ছে অনুদানের কলেবর