Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ কোন সাইফ আলি খান!


২০ মে ২০১৯ ১৫:৩৭ | আপডেট: ২০ মে ২০১৯ ১৫:৪৫

বলিউড তারকা সাইফ আলি খান হাজির হচ্ছেন নয়া অবতারে। এবার তাকে দেখা যাবে নাগা সাধুর চরিত্রে। নবদীপ সিংয়ের পরিচালনায় অ্যাকশন থ্রিলার ছবিতে এমন চরিত্রে দেখা যাবে তাকে।

ছবির নাম ‘লাল কাপ্তান’। যদিও ছবির প্রাথমিক নাম রাখা হয়েছিল ‘হান্টার’। ছবিটি প্রযোজনা করছেন আনন্দ এল রাই এবং ইরোস ইন্টারন্যাশনাল।

গত বছর ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়। এরইমধ্যে ছবির কাজ প্রায় শেষ। এখন চলছে কেবল পোস্ট প্রোডাকশনের কাজ। এর মাঝেই মুক্তি পেলো ছবির ফার্স্টলুক পোস্টার। ছবির পোস্টারে শুধু সাইফের মুখ দেখানো হয়েছে, তাও পুরোটা নয়। সেই মুখায়বে সাইফের দুচোখে কাজল, কপালে লাল তিলক দেখা গেছে। আগ্রাসী চোখে তাকিয়ে আছেন সম্মুখপানে।


আরও পড়ুন :  ‘ছোটকাকু’র জয় হলো জয়দেবপুরে


ছবিটি ১৭৮০ সালের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। যার উপজীব্য বিষয় রাজস্থানকেন্দ্রিক। চরিত্রের প্রয়োজনে সাইফ আলি খানকে কানে দুল পরতে হয়েছে। এমনকি তাকে অস্ত্র চালাতে হয়েছে।

‘লাল কাপ্তান’ ছবিতে সাইফ ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, আর মাধবনসহ অনেকে। চলতি বছরের ৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

.   তুরস্ক ও দুবাইয়ে চলছে দুই ঢালিউড ছবির শুটিং

.   সেন্সর পেলো ২১ ঘণ্টার সিনেমার প্রথম দুই অধ্যায়

.   অনন্যা পাণ্ডের বাবা শাহরুখ খান!

.   দুই মেয়েকে সঙ্গে নিয়ে ২০ বছর পর পরিচালনায় মহেশ ভাট


নাগা সাধু লাল কাপ্তান সাইফ আলি খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর