টিভি পর্দায় জহির রায়হানের ‘শেষ বিকেলের মেয়ে’
২২ মে ২০১৯ ১৫:১৩
বিখ্যাত নির্মাতা ও ঔপন্যাসিক জহির রায়হানের জনপ্রিয় একটি উপন্যাস ‘শেষ বিকেলের মেয়ে’। এবার এই উপন্যাস থেকে নির্মিত হয়েছে টেলিভিশন নাটক। এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া জাহান প্রভা, অর্ষা, তাসনুভা তিশা, নুসরাত পাপিয়া, দিলারা জামান, মাসুম বাশার, দিলু খান।
নাটক প্রসঙ্গে হাসান রেজাউল বলেন, ‘আমি সাহিত্য নির্ভর কাজগুলো বেশি করে থাকি। এর আগে হরিশংকর জলদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিম আল দীন, সৈয়দ শামসুল হকের মতো লেখকদের সাহিত্যকর্ম নিয়ে কাজ করেছি। জাহির রায়হান রচিত “শেষ বিকেলের মেয়ে” উপন্যাস অবলম্বনে নাটক করার ইচ্ছা ছিল অনেক দিনের। অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে।’
পরিচালক জানান, পরবর্তীতে নাটকের নাম পরিবর্তন হতে পারে। এছাড়া নাটক শুটিংয়ের আগে তার পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন : ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড: জিতে নিতে পারে পাম ডি’ওর
এদিকে জহির রায়হানের অনেক সাহিত্যকর্ম আগে পড়লেও তার সৃষ্টিতে প্রথমবার কাজ করলেন ইরফান সাজ্জাদ। কাজটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। বললেন, ‘অনেক যত্ন নিয়ে কাজটি হয়েছে। গল্পের জন্য জহির রায়হানের পরিবারের কাছ থেকে এনওসি নেওয়া হয়েছে। চারদিন শুটিং করেছি। কষ্ট হয়েছে কাজটি করতে। তবে শেষ করার পর দেখলাম পুরোপুরি স্ট্যান্ডার্ড একটি কাজ হয়েছে।’
আসন্ন ঈদুল ফিতরে বেরসরাকির টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক হাসান রেজাউল।
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন :
. ঈদে আসছেন কণ্ঠশিল্পী পলক
. দ্বিতীয় ছবির আগেই অনমের প্রথম ওয়েব সিরিজ
. ‘নোলক’ ছবির নোলক বাঁধা কার কাছে?
. রবীন্দ্র-ভারতীর স্বর্ণপদক ও আমাদের সুদেষ্ণা