Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আলফা’ নিয়ে দর্শকদের প্রশ্নের জবাব দেবেন পরিচালক


১১ জুলাই ২০১৯ ১৪:৫১ | আপডেট: ১১ জুলাই ২০১৯ ১৫:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আলফা’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত সিনেমা ‘আলফা’। ছবিটি মুক্তি পায় ২৬ এপ্রিল। দেশের চারটি প্রেক্ষাগৃহে প্রদর্শনী শেষে এখন চলছে ছবিটির বিকল্প প্রদর্শনী।

সেই ধারাবাহিকতায় ‘আলফা’ ছবিটির একটি প্রদর্শনী হতে যাচ্ছে শিল্পকলা একাডেমিতে। শনিবার (১৩ জুলাই) বিকাল ৫ টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হবে ছবিটি। এর আগে গত ২৮ ও ২৯ জুন ছবিটি প্রদর্শিত হয় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে।


আরও পড়ুন :  ছবিতে ‘নৈতিকতা’ খোঁজেন না শাহরুখ


শিল্পকলায় ‘আলফা’ ছবিটি প্রদর্শনের শেষে থাকবে একটি মুক্ত আলোচনা। শিল্পকলা একাডেমির সহযোগিতায় এর আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।

বিজ্ঞাপন

ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন সারাবাংলাকে জানান, আয়োজনে ছবির পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু উপস্থিত থাকবেন। প্রদর্শনী শেষে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি। এছাড়া নিজের মতামতও প্রকাশ করবেন পরিচালক।

কখনো কঠিন, আবার কখনো কঠিন বাস্তবতায় ঠাসা জীবনের নানা দৃষ্টিভঙ্গি উঠে এসেছে ছবিতে। দার্শনিক ভঙ্গিতে রাষ্ট্রের অনেক স্পর্শকাতর বিষয়কে ছুঁয়ে যেতেও দেখা যাবে ‘আলফা’র গল্পে।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রশিল্পী আলমগীর কবীর, অভিনেত্রী দোয়েল ম্যাশ ও মুস্তাফিজ নুর ইমরান। আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এর আগে ‘একাত্তরের যীশু’ ও ‘গেরিলা’ ছবি দুটি নির্মাণ করেছেন।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   ‘কবির সিং’ হয়েই পারিশ্রমিক বাড়ালেন শহীদ কাপুর

.   নোবেলের গানে দুই বাংলার মিউজিশিয়ান

.   জল ঘোলা হচ্ছে…

.   চলে গেলেন মার্কিন তারকা রিপ টর্ন

.   অবশেষে একসঙ্গে

.   সৌদি আরবকে পপতারকা নিকি মিনাজের না


আলফা প্রদর্শনী মুক্ত আলোচনা সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর