Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমায় বিড়ালমুখো টেইলর সুইফট


২০ জুলাই ২০১৯ ১৫:৩৩ | আপডেট: ২০ জুলাই ২০১৯ ১৫:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকান শিল্পী টেইলর সুইফট। গানের দুনিয়ায় অসম্ভব জনপ্রিয় তিনি। শুধু আমেরিকায় না তিনি আসলে জনপ্রিয় পুরো পৃথিবী জুড়েই।

জনপ্রিয় এই সংগীতশিল্পী অভিনয়ে আসেন ২০০৯ সালে। সম্প্রতি নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে মজার বিষয় হলো ছবিতে তিনি অভিনয় করেছেন বিড়ালমুখো হয়ে। ছবির নাম ‘ক্যাটস’।


আরও পড়ুন :  বায়োপিকে এলভিসের চরিত্রে অস্টিন বাটলার


‘ক্যাটস’ ছবিতে শুধু টেইলর সুইফট একা নন, সবাই বিড়ালমুখো। বিড়ালের আদলে সাজানো হয়েছে সবাইকে। মূলত ছবিটি একটি মিউজিক্যাল ড্রামা।

ক্যাটস ছবিটি পরিচালনা করেছেন অস্কারজয়ী পরিচালক টম হুপার। ছবিতে আরও অভিনয় করেছেন ইদ্রিস এলবা, জেনিফার হাডসন, জেমস করডেনের মতো অভিনয়শিল্পীরা। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবির ট্রেইলর। আর ট্রেইলার প্রকাশের পর থেকেই মিশ্র মন্তব্য প্রকাশ করছেন দর্শক-সমালোচকরা।

বিজ্ঞাপন

চলচ্চিত্র সমালোচক উইনলি মা লিখেছেন, ‘আমি কি বলব বুঝতে পারছি না। কমেডি, ভৌতিক বিভিন্ন রকম স্বাদ দিচ্ছে ট্রেইলারটি।’

আরেক সমালোচক ফ্রেডরিক লিখেছেন, ‘সব এলোমেলো মনে হচ্ছে।’

লরা ক্রামার লিখেছেন, ‘আমি একইসঙ্গে উত্তেজিত ও বিভ্রান্ত।’

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   শতকের পথে ‘সুপার থার্টি’

.   প্রযোজক শাহরুখের নায়ক হাশমি


ক্যাটস টেইলর সুইফট বিড়ালমুখো সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর