Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুরু-শিষ্যের লড়াইয়ে জমজমাট ট্রেলার


২৭ আগস্ট ২০১৯ ১৭:৩২ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ১৭:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ ছবি নিয়ে অনুরাগীদের আগ্রহ শুরু থেকে। গুরু–শিষ্যের এক ছবিতে অভিনয় বলিউড ইতিহাসে অন্যরকম ঘটনা বলেই হয়ত ছবিটি নিয়ে এত আগ্রহ দর্শকদের। সম্প্রতি সেই আগ্রহের উত্তাপ উসকে দিতে প্রকাশ পেলো ছবির ট্রেইলার।


আরও পড়ুন :  কাশ্মীরের শেষ হিন্দু রানিকে নিয়ে বলিউডে সিনেমা


ট্রেইলার প্রকাশের পর যেন রীতিমতো কেঁপে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রশংসায় ভরে গেছে ইউটিউবের মন্তব্যের ঘর। বাস্তবে হৃত্বিক ও টাইগার গুরু–শিষ্য হলেও, সিনেমায় তারা মুখোমুখি লড়াইয়ে নেমেছেন। করেছেন একে অপরকে ঘায়েলের চেষ্টা। ট্রেইলারে তেমনটাই দেখা গেছে।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, হৃত্বিকের উদ্দেশ্যে টাইগারের বলা একটি সংলাপ এমন ছিল- যা শিখেছি আপনার কাছ থেকেই। বেইমানি করতে শেখাননি আপনি।

ছবির ট্রেইলারের শুরুতেই দেখা যায়, ভারতীয় সেনার ওপর হামলা চালাচ্ছে কবীর। আর তাকে কোনোভাবেই থামানো সম্ভব হচ্ছে না। এমন এক পরিস্থিতিতে ভারতীয় প্রশাসন কবীরকে আটকাতে মাঠে নামায় খালিদকে। শুরু হয় লড়াই। এই লড়াইয়ে শেষ অব্দি কে জিতবে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত।

আগামী ২ অক্টোবর মুক্তি পাচ্ছে আদিত্য চোপড়া প্রযোজিত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’। এতে আরও অভিনয় করেছেন বাণী কাপুর, আশুতোষ রানা।

ট্রেইলার দেখুন:

 


আরও পড়ুন :

.   আরও এক কলকাতার নায়িকা ঢাকাই ছবিতে!

.   ইমরানের গানে মারিয়া নূরের প্রথম মডেল হওয়া


ওয়ার টাইগার শ্রফ ট্রেলার বলিউড সিনেমা হৃত্বিক রোশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর