Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ‘৫১ বর্তী’


৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৭ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৬

আবারও সম্প্রচার শুরু হচ্ছে জনপ্রিয় মেগা সিরিয়াল ‘৫১ বর্তী’। চ্যানেল আই-এর দুই দশক পূর্তি উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে চ্যানেলটি। আর এবার দর্শকরা সিরিয়ালটি দেখতে পাবেন এইচডি-তে। জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।


আরও পড়ুন :  জন্মদিনে অক্ষয়ের নতুন খবর


একটি যৌথ পরিবারের গল্প ‘৫১ বর্তী’। একটি পরিবারে বাস করা বাড়ির প্রতিটি সদস্যের জীবনচিত্র, সুখ-দুখঃ, হাসি-কান্না ফুঠে উঠেছে এ নাটকে। যা সাধারণ মানুষের প্রতিটি ঘরের প্রতিটি সদস্যের আসল গল্পটি তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুদ আলী খান, ফারহানা মিঠু, মাহফুজ আহমেদ, শাহেদ শরীফ খান, শ্রাবন্তী, অপি করিম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, মারজুক রাসেল, মৌটুসী, নায়লা, মোনা, সোহাগ, বাপী করিম, কাব্য।

বিজ্ঞাপন

৯ সেপ্টেম্বর সোমবার থেকে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় ‘৫১ বর্তী’ প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়।


আরও পড়ুন :  নিভৃত ‘মাসুদ রানা’র সঙ্গে এক সন্ধ্যায়…


‘৫১ বর্তী’ আনিসুল হক চ্যানেল আই মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর