Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলিয়া পেরেছেন…


১৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল্প সময়ে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করা অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট অন্যতম। প্রথম ছবিতেই তিনি বাজিমাত করেন। তারপর একে একে তিনি তার অভিনয়গুনে নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়। শুধু অভিনয় নয়, আলিয়ার সৌন্দর্যে খাবি খায় ছেলে থেকে বুড়ো।

আরও পড়ুন :  আসছে নতুন প্রযোজক, তবু শঙ্কার মেঘ কাটছে না

যদিও আলিয়ার এই সৌন্দর্যের কোনো রহস্য নেই। পরিমিত খাবার আর নিয়মিত ব্যায়াম তাকে সৌন্দর্যের পাশাপাশি দিয়েছে আকর্ষণীয় দেহসৌষ্ঠব। এবার আলিয়ার সেই ব্যায়ামের ভিডিও অনলাইনে প্রকাশ করলেন তার ট্রেইনার সোহরাব খসরু শাহী। সেই ভিডিওতে ৭০ কেজির বারবেল নিয়ে ডেড লিফট করতে দেখা গেছে আলিয়াকে।

বিজ্ঞাপন

https://www.instagram.com/p/B2T8WN0lYXR/

টু্ইটারে ভিডিও প্রকাশ করে সোহরাব লিখেন, প্রথমবার ডেড লিফট শুরু করেই ২০ পাউন্ডের ডাম্বল তুলতে শুরু করেন আলিয়া। মাত্র কয়েক সপ্তাহ পরেই ৫০ কেজির বারবেল তুলতে নিজেকে সক্ষম করে তোলেন। তারপর এটা ৬০ কেজি এবং পরে ৭০ কেজিতে পৌঁছোন।

এদিকে আলিয়া অভিনীত অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির শুটিং চলছে। ছবিতে তিনি জুটি বেঁধেছেন রিয়েল লাইফের হিরো রণবীর কাপুরের সঙ্গে। এছাড়া সঞ্জয়লীলা বানশালির ‘ইনশাআল্লাহ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে প্রথম সালমান খানের অভিনয় করার কথা থাকলেও টাক নিয়ে জটিলতা সৃষ্টি হওয়া তিনি ছবি থেকে সরে দাঁড়ান। এখন সালমানের বদলে হৃত্বিক রোশনের অভিনয়ের গুঞ্জন চাউর হয়েছে বলিউড পাড়ায়।

আরও পড়ুন :

.   চলছে প্রচারণা, প্রেক্ষাগৃহে ছুটছেন তিশা-ইয়াশ

.   ‘রোববার’-এ পনেরো বছর পর দেখা অসীমাভ-সায়নীর

.   চলছে প্রচারণা, প্রেক্ষাগৃহে ছুটছেন তিশা-ইয়াশ

আলিয়া ভাট ব্যায়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর